আপনজন ডেস্ক: পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠন তেহরিক-ই-হুরিয়ত (টিইএইচ) জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ উস্কে দেওয়া এবং ভারত বিরোধী প্রচারণা চালানোর জন্য নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়ার জন্য এই গোষ্ঠী ভারত বিরোধী প্রচার ণা চালাচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিরো টলারেন্স নীতির অধীনে যে কোনও ব্যক্তি বা সংস্থা ভারত বিরোধী কার্যকলাপে জড়িত থাকলে তা প্রতিহত করা হবে। “তেহরিক-ই-হুরিয়ত, জম্মু ও কাশ্মীর (টিইএইচ) বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে ‘বেআইুন সংগঠন’ হিসাবে ঘোষণা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য নিষিদ্ধ কার্যকলাপে জড়িত এই সংগঠনটি। এর আগে পাকিস্তানপন্থী এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন প্রয়াত বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি, যার স্থলাভিষিক্ত হন মাসরাত আলম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct