আপনজন ডেস্ক: গঙ্গা সাগর মেলা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও যাননি। তাই এই প্রথমবার গঙ্গাসাগর মেলা চলাকালীন সেখানে হাজির থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্য পূর্ব নির্ধারিত সব কর্মসূচি পরিবর্তিত হল। ২ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচিতে যোগদানের কথা ছিল। মুখ্যমন্ত্রী ওই কর্মসূচিতে যাচ্ছেন না। আর গঙ্গা সাগর মেলার প্রস্তুতি দেখতে যাওয়ার কথা ছিল ৩ জানুয়ারি। সেই কর্মসূচি পরিবর্তিত করে গঙ্গা সাগর মেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার ফলে ৩ জানুয়ারি নয়, মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার শুরুর দিন ৮ জানুয়ারি যাবেন বলে নবান্ন সূত্রের খবর। আর তার ফলে পূর্ব নির্ধারিত বেশ কযেকটি কর্মসূচিরই বদল ঘটানো হয়েছে। আগে ঠিক ছিল হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টার যোগে সাগরে যাবেন ৩ জানুয়াির। মঙ্গলবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মেলার উদ্বোধন হবে ৮ জানুয়ারি, চলবে ১৭ তারিখ পর্যন্ত। ঠিক ছিল প্রতি বছরের মতো এ বছরও গঙ্গা সাগর মেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী সাগরদ্বীপে গিয়ে গঙ্গা সাগর মেলার প্রস্তুতি নিজেই খতিয়ে দেখবেন।
আর হেলিকপ্টারেই ৪ জানুয়ারি গঙ্গা সাগর থেকে ফেরার পথে জয়নগরের বহড়ু স্কুল মাঠে প্রশাসনিক বৈঠক করবেন। সেই কর্মসূচি আপাতত স্থগিত। তবে, পরিবর্তিত কর্মসুচি অনুযায়ী গঙ্গারা থেকে ৯ জানুয়ারি কলকাতা ফেরার পথে জয়নগের ফের সভা করবেন কিনা তা নিশ্চিত নয়। যদিও মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর মেলার ব্যবস্থা খতিয়ে দেখতে আসা নিয়ে যাবতীয় প্রস্তুতি তুঙ্গে। কিন্তু তিনি মেলার শুরুর দিন আসায় এখন জোর তৎপরতা চলছে গঙ্গাসাগর মেলার প্রশাসন কর্তাদের মধ্যে। এ ব্যাপারে সাগরের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা সংবাদমাধ্যমকে বলেছেন, মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ৩-৪ জানুয়ারির বদলে তিনি সাগর সফরে আসবেন ৮-৯ জানুয়ারি। তাই সে ভাবেই মুখ্যমন্ত্রীর আগমনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার এসএসকেএম হাসপাতালে রুটিন চেক-আপের সময় প্রয়োজন বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছিলেন চিকিৎসকরা ৷ আর অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে দিনকয়েকের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা ৷ আর তাই শেষ মুহূর্তে গঙ্গাসাগর সফরসূচির এই পরিবর্তন। তবে লোকসভা ভোটের আগে গঙ্গাসাগর থেকে মমতা কি বার্তা দেন সেটাই দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct