আপনজন ডেস্ক: রবিবার পশ্চিমবঙ্গ সরকার বিপি গোপালিকাকে রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করেছে। তিনি এইচ কে দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন, যার বর্ধিত মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার গোপালিকাকে তাঁর পূর্বসূরির মতো মেয়াদ বাড়ানো না হলে তিনি মাত্র পাঁচ মাসের জন্য এই পদে থাকবেন, কারণ আগামী বছরের ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে নন্দিনী চক্রবর্তী গোপালিকার স্থলাভিষিক্ত হলেন। লিনা চক্রবর্তীর পর দ্বিতীয় মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হলেন। লিনা চক্রবর্তী ১৯৯৬ সালের ২৬ নভেম্বর থেকে ১৯৯৮ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্র সচিব ছিলেন। দ্বিবেদীকে তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (অর্থ) করা হয়েছে। রাজ্যের অনুরোধে গত জুন মাসে দ্বিবেদীকে মুখ্যসচিব হিসেবে ছয় মাসের মেয়াদ বাড়িয়েছিল কেন্দ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct