আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড নেই ভারতের। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ইতিহাস বদলের সুযোগ ছিল স্কাই ব্লুদের। তবে রেকর্ড গড়া তো দূরের কথা, সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে পাত্তাই পায়নি ভারত। হেরেছে এক ইনিংস এবং ৩২ রানের ব্যবধানে। শুরুটা রাঙাতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের ভুল শুধরে জয়ে ফেরার প্রত্যয় জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে ২৪৫ রান তোলে ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ২৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত এবার দুইশ’র কোঠাও পেরোতে পারেনি। অলআউট হয় ১৩১ রানে। এতে ইনিংস ব্যবধানের জয় পায় প্রোটিয়ারা। আগামী ৩রা জানুয়ারি কেপটাউনে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ভারতের দ্বিতীয় টেস্ট।
শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে চায় ভারত। ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা (সেঞ্চুরিয়নে করা) ভুলগুলো শুধরে নেব। ঐক্যবদ্ধ হয়ে দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন করব। যদিও হারের পর ফেরা কঠিন, তবে খেলোয়াড় হিসেবে আমাদের এই সময়গুলো পাড় করতেই হয়। আমাদের এগিয়ে যেতে হবে।’
নিজের নেতৃত্বে ভারতের সবচেয়ে বড় হারের স্বাদ পেয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিং করেন তারা। রোহিত বলেন, ‘আমরা যথেষ্ট ভালো করতে পারিনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিং করেছি। এই মাঠের সঙ্গে পরিচিত আমরা। এই কন্ডিশন নিয়ে অবগত রয়েছি। তবে ম্যাচে ব্যাটাররা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দুই ইনিংসে ভালো করতে পারিনি বলেই আমরা হেরেছি।’ দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে না পারলেও প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান কেএল রাহুল। দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করা বিরাট কোহলি প্রথম ইনিংসে করেছিলেন ৩১ রান। এছাড়া ভারতের বাকিদের কেউ তেমন সুবিধা করতে পারেননি। দুই ব্যাটারের প্রশংসা করে রোহিত শর্মা বলেন, ‘কেএল রাহুল ভালো করেছে। বিরাট কোহলি দুর্দান্ত ছিল। তবে ব্যক্তিগত পারফরম্যান্স জয়ের জন্য যথেষ্ট হয় না, দলীয় পারফরম্যান্সের অভাব ছিল আমাদের।’
ভারতের দ্বিতীয় ইনিংসে শেষের ৭ ব্যাটার- শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা মিলে ১৬ রান তোলেন। টেস্টে ভারতের কোনো ইনিংসে পাঁচ বা তার পরের ব্যাটারদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ এটি। ১৯৮৪ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ভারতের শেষ সাত ব্যাটার করেছিলেন ১৩ রান। সেটিই সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড। ১৯৭৯ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের এক ইনিংসে মোট ১৫ রান করেছিলেন ভারতের শেষ সাত ব্যাটার। সেঞ্চুরিয়ন টেস্টে ভারতের দুই ইনিংসে ছন্দ দেখান দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা। অভিষিক্ত নন্দ্রে বার্গার এবং মার্কো ইয়ানসেন দুই ইনিংসে নেন মোট ১১ উইকেট। এতে একশ’ বছরের পুরনো একটি রেকর্ডের পুনরাবৃত্তি হয়। ১৯২৩ সালে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসাররা এক টেস্টে ১১ উইকেট পেলেন। চলমান দুই ম্যাচের সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় আট টেস্ট সিরিজ খেলেছে ভারত। সবকটি জিতেছে স্বাগতিকরা। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৪টি টেস্ট খেলে ভারত জয় পেয়েছে মাত্র চারটিতে। ১৩ জয় দক্ষিণ আফ্রিকার। বাকি সাত টেস্ট ড্র হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct