বিশেষ প্রতিবেদক, কাকদ্বীপ, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা নারায়ণ বিদ্যামন্দিরে স্কুলে ভর্তি হতে গেলে অতিরিক্ত টাকা দিতে হবে না হলে স্কুলে ভর্তি হতে পারবে না চার্জারে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়াসহ অভিভাবক অভিভাবিকাররা স্কুলের সম্মুখীন, মূলত জানা গেছে স্কুলে ভর্তি হতে গেলে অভিভাবকদের আনুমানিক ১১০০ টাকা দিতে হবে, না দিতে পারলে তুলে ভর্তি নিচ্ছে না বলে অভিযোগ তুলেছে অভিভাবক সহ অভিভাবিকা।এছাড়াও অভিভাবক অভিভাবিকা দের অভিযোগ তুলে যারা অস্থায়ী শিক্ষকের কাছে পড়াশোনা করে পরীক্ষা আগেই পড়াশোনা করার ছাত্র-ছাত্রীদের হাতে প্রশ্ন পেপার তুলে দিচ্ছে ওই অস্থায়ী শিক্ষকরা, চার্জারে আজ স্কুলের সম্মুখনা সামনে স্কুল পড়ুয়াসহ অভিভাবক অভিভাবকেরা বিক্ষোভ দেখায়তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তমাল কান্তি জানা জানান স্কুলের অভিভাবক অভিভাবিকা সবাইকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।তিনি আরো জানান স্কুলের যারা অস্থায়ী শিক্ষক রয়েছে তাদের বেতনও এই স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নিয়ে স্কুল চালাতে হচ্ছে। না হলে স্কুল বন্ধ করে দিতে হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, তার স্কুলের যে অস্থায়ী শিক্ষক যে কেলোকিতি করছে এই বিষয়টি তেনার কানে এসেছে তিনি বিগত দিনে এই বিষয়টি নিয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন, তবে স্কুল স্কুল কর্তৃপক্ষ অভিভাবক অভিভাবকের কথা মান্যতা রেখে ইতিমধ্যে স্কুলের নতুন ভর্তি হওয়া আপাতত বন্ধ করে দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct