আপনজন ডেস্ক: চলতি ডিসেম্বরে বেইজিংয়ে টানা ৩০০ ঘণ্টা ধরে তাপমাত্রা ছিল শূন্যের নিচে।সবচেয়ে বেশি সময় ধরে শূণ্যের চেয়ে কম তাপমাত্রার রেকর্ড গড়ল চীন।উত্তর ও উত্তর-পূর্ব চীনের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে কিছু জায়গায় তাপমাত্রা শূন্য়ের থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। গত ১১ ডিসেম্বর থেকে বেইজিংয়ে ৩০০ ঘণ্টা ধরে তাপমাত্রা ছিল শূন্যের নিচে। চীনের আবহাওয়া অফিস দেশের ৭৮টি আবহাওয়া কেন্দ্র থেকে রিপোর্ট নিয়ে জানিয়েছে, এবার রেকর্ড ঠান্ডা পড়েছে। গোটা চীনকে ধরলে ১৯৬১ সালের পর থেকে এত ঠান্ডা আর পড়েনি। বেজিংয়ের দক্ষিণ-পশ্চিমে হেনান প্রদেশের বিভিন্ন শহরে হিটিং ব্যবস্থা ভেঙে পড়েছে। রাষ্ট্রায়ত্ত মিডিয়া জানিয়েছে, জিয়াওজাউতে বয়লার বিকল হয়ে পড়েছে। ২৬ ডিসেম্বরের মধ্যে তা ঠিক করার চেষ্টা চলছে। এই এলাকায় মোট কতগুলো বয়লার খারাপ হয়েছে তা অবশ্য জানানো হয়নি। হেনানের দুটি শহরে সরকারি অফিস ও প্রসাসনিক ভবনে হিট সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের সব বাসিন্দার বাড়িতে যাতে হিটিং ব্যবস্থা চালু থাকে, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেজিংয়ের কিছু এলাকায় পাইপ লিক হয়ে গরম ধোঁয়া ওপরে উঠতে দেখা গেছে। তার ওপর বরফ পড়ে উত্তর চীনে রাস্তা বন্ধ হয়ে গেছে। স্কুল-কলেজ বন্ধ। তবে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ায় মানুষ অল্প স্বস্তি পেয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct