বিশেষ প্রতিবেদক, ডোমকল, আপনজন: বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকল বাজার ব্যবসায়ী সমিতি হলে অনুষ্ঠিত হল একটি মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রকাশিত হল এম এ ওহাব সম্পাদিত ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকা একাদশ-দ্বাদশ সংখ্যা। অনুষ্ঠানে সভামুখ্যর আসন অলংকৃত করেন শিক্ষাব্রতী ও সাহিত্যিক সামশুল আলম। শুরুতেই উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শান মিস্ত্রী। স্বাগত ভাষণে পত্রিকার সম্পাদক এম এ ওহাব। এদিন দ্য ডোমকল কলিং পত্রিকার পক্ষ থেকে সংবর্ধিত হলেন বিশিষ্ট প্রাবন্ধিক খাজিম আহমেদ।সম্পাদক এম এ ওহাব বলেন, “জেলা এবং জেলার বাইরে ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকাকে প্রায় সকলে চেনে এবং ডোমকল সাহিত্যের প্রতিনিধিত্বকারী একটি পত্রিকা বলেই জানেন— এই বার্তা খুবই আনন্দের ও গর্বের।’’ এই অনুষ্ঠানে ‘এম সদর আলী স্মৃতি সম্মান ২০২৩’ প্রদান করা হয় বিশিষ্ট প্রাবন্ধিক ও ইতিহাসবেত্তা খাজিম আহমেদকে। সম্মাননা স্মারক তুলে দেন প্রয়াত এম সদর আলীর একমাত্র কন্যা সাবানা সুলতানা। সংবর্ধনা পত্র পাঠ করেন সাইদুল ইসলাম এবং তা তুলে দেন প্রাবন্ধিক খাজিম আহমেদের হাতে। ‘ভারতীয় উপমহাদেশে মুসলিমদের অবস্থান: একটি আত্মসমীক্ষা’ শীর্ষক একটি মনোজ্ঞ আলোচনা করেন প্রাবন্ধিক ও ইতিহাসবেত্তা খাজিম আহমেদ।আলোচনায় খাজিম আহমেদ বলেন, দেশে ভয়ানক রাষ্ট্রিক সর্বগ্রাসিতা চলছে। চূড়ান্ত ধর্মীয় মেরুকরণ হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, দেশে সংখ্যালঘুরা আঠারো শতাংশ হলেও তারা ঐক্যবদ্ধ হচ্ছে না। সেটা সামাজিক দুর্ভাগ্য মুসলিম সমাজের। খাজিম অভিযোগ করেন, রাষ্ট্রীয় মদতে সংখ্যালঘুদের হেয় করা হচ্ছে, চূড়ান্ত উত্তেজিত করছে, বিস্ফোরক মন্তব্য করছে তাদের নিয়ে।খাজিম আহমেদ বলেন, এখন রাষ্ট্রীয় শক্তি সাম্প্রদায়িক ভূমিকায় আর তাকে সাহায্য করছে কর্পোরেট সেক্টর। এই কর্পোরেট কম্যুনাল নেক্সাস এখন দশের জন্য বিপদ বলে মন্তব্য করেন খাজিম আহমেদ। এছাড়া আলোচনায় ভারতীয়দের অনেক ঐতিহ্য ও সমন্বয়ের কথা উঠে এসেছে। দ্য কলিং পত্রিকার পক্ষ থেকে পত্রিকার নামকরণ সম্পর্কে আলোচনা করেন সাহিত্যিক সিরাজুল ইসলাম। কবিতা পাঠ করেন জেলার বিশিষ্ট কবিগণ। অরূপ চন্দ্র, এম নাজিম, নিখিল কুমার সরকার, সাইদুল ইসলাম, অমল কুমার সাহা, তাপসী ভট্টাচার্য, সুপ্রীতি বিশ্বাস, মুকলেসুর রহমান, ফৌজিয়া বৈশালী সুলতানা প্রমুখ। আবৃত্তি করেন আশুয়ারা বিশ্বাস, নাজমুননাহার খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসা আনসারি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct