আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়া চাপড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহাখোলা সীমান্তে উদ্ধার রৌপ্য অলঙ্কারের আনুমানিক মূল্য ৯,১০,৮০০/- টাকা।সীমান্তরক্ষী বাহিনী।সীমান্তের ৮২ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ কর্মীরা আন্তর্জাতিক সীমান্তে রৌপ্য পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে এবং ১১.৫ কেজি রূপার অলঙ্কার চোরাকারবারীরা পাচার সময় রূপার অলংকার ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।বি সি এস সূত্রে জানা গেছে,মহাখোলার সতর্ক জওয়ানরা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, সন্দেহভাজন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো সময় সীমান্তরক্ষী বাহিনীদের দেখে ফেলে দিয়ে পালিয়ে যায় জিনিসপত্র ফেলে দিয়ে ঘন অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থল থেকে একটি ব্যাগে ১১.৫ কেজি রুপোর অলঙ্কার উদ্ধার করেছে।রুপার অলংকার শুল্ক বিভাগ,চাপড়া মহৎপুর হস্তান্তর করা হয়েছে।দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের মতো অপরাধ বন্ধে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সৈন্যরা দিনরাত কাজ করছে এবং এর ফলে এ ধরনের অপরাধে জড়িতদের অসৎ উদ্দেশ্য নস্যাৎ করা হচ্ছে। বারে বারে এ কারণে তারা নানা সমস্যায় পড়েছেন। ওই কর্মকর্তা আরও বলেন, কোন অসৎ উদ্দেশ্যকারী চোরাকারবারীকে রেহাই দেওয়া হবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct