বাবলু প্রামানিক, কুলতলি, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বাজার সংলগ্ন এলাকায় সারের কালো বাজারি রুখতে কুলতলি এডিও অফিসের সামনে পথ আটকে রাস্তায় বসে বিক্ষোভ দেখালো কুলতলীর কৃষকরা, তাদের দাবি ইউরিয়া সারের বস্তা যেখানে ধান ফালা ২৬০ টাকা সেখান থেকে কালোবাজারি করে দোকানদাররা নিচ্ছে ৪০০ টাকা ৩৮০ টাকা। তাছাড়াও ডিও ভি যে স্যার তার দাম ১১০০ টাকা থেকে ১৩০০ টাকার মধ্যে সেখানে কালোবাজিরের দোকানদার দা বাইশো টাকা নিচ্ছে। যা অগ্নি মূল্য সারের দাম তা থেকে রেহাই পেতে সমস্ত কৃষক একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখাচ্ছি। ঘটনাস্থলে কুলতলী থানার পুলিশ আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের বুঝে ঘটনাস্থলে তুলে দেওয়ার ব্যবস্থা করছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct