জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: বৃহস্পতিবার অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাষ্ট মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে বহরমপুরে অবস্থিত জেলা পরিষদের অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হল জেলা কর্মী সম্মেলন, স্বাস্থ্য ও হজ সচেতনতা সভা।এদিনের সভায় বিধায়ক হাজি নিয়ামত সেখ ও বিধায়ক হুমায়ূন কবীর বলেন ইমামরা হচ্ছেন আমাদের সমাজের নেতা। তারা আমাদেরকে পরিচালনা করেন। তারা যেভাবে সমাজের কাজ করে চলেছে সত্যিই তা প্রশংসা যোগ্য। ইমাম মুয়াজ্জিনদেরকে যে ভাতা ওয়কাফ বোর্ড থেকে দেওয়া হয় তা খুবই কম। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা যাথাক্রমে দশ হাজার ও পাঁচ হাজার করতে হবে।সাংসদ আবু তাহের খান বলেন, আজকের সভা থেকে ইমাম মুয়াজ্জিনদের যে দাবি দাওয়ার কথা উঠে এসেছে সেগুলোর জন্য যথা উপযুক্ত পদক্ষেপ নেবো। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেগুলো পৌঁছে দেব।সংগঠনের রাজ্য সভাপতি মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস সংগঠনের বহুমুখী খিদমতের কথা তুলে ধরেন। স্বাস্থ্য, শিক্ষা, বাল্য বিবাহ, মদ, স্কুল ছুটদের স্কুলে ফেরানো ও পবিত্র হজ নিয়ে ইমাম মুয়াজ্জিনরা যেন সমাজের মানুষদের সচেতন করেন সেই বিষয়ের উপর তিনি বিস্তারিত আলোচনাও করেন।স্কিল ডেভেলপমেন্ট মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাবির গাফফার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিমদের জন্য অনেক প্রকল্পের ব্যবস্থা করেছে। সেগুলো সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইমাম মুয়াজ্জিনদের এগিয়ে আসতে হবে।জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্যানাল বলেন জেলায় অনেক নতুন হসপিটাল তৈরি হয়েছে এবং হচ্ছে ইমাম মুয়াজ্জিনরা যেভাবে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলেছে সত্যিই তা প্রশংসাযোগ্য। সভা শেষে ইমাম মুয়াজ্জিনদের হাতে একটি করে ফাইল ও মশারি তুলে দেওয়া হয়।জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম দলমত নির্বিশেষে মাসলাকি ইখতিলাফ ভুলে জাতির স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির ভাইস চেয়ারম্যান মুস্তাফিজ হাসমি, ডোমা রেনুকা খাতুন, ডাক্তার গোলাম নবী, ডা. এনামুল হক।বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওলিউল্লাহ বিশ্বাস, চেয়ারম্যান মাইনুল ইসলাম, পুরোহিত প্রদীপ চক্রবর্তী, মাওলানা আতিকুর রহমান, নাজিমুদ্দিন বিশ্বাস, মাওলানা সাজারুল ইসলাম, মাওলানা ইয়াকুব প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct