আপনজন ডেস্ক: নরেন্দ্র মোদি সরকারকে ব্যাপক আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বৃহস্পতিবার বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি), দলিত এবং আদিবাসীদের প্রতিনিধিত্বের অভাব নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন। রাহুল অভিযোগ করেছেন, বিজেপি ভারতকে স্বাধীনতার আগের দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেখানে দেশের কিছু শাসক ব্রিটিশ প্রভুদের সাথে যোগসাজশ করেছিল।কংগ্রেসের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নাগপুরে ‘হ্যায় তাইয়ার হাম’ (আমরা প্রস্তুত) সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধি এদিন পুনরায় বলেন, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পরে বিরোধী ভারতীয় জোট ক্ষমতায় এলে জাতিগত আদমশুমারি করা হবে। তিনি বলেন, ওবিসিরা জনসংখ্যার ৫০ শতাংশ। আমাকে দেখান, আজ ভারতের শীর্ষ স্থানীয় সংস্থাগুলিতে কতজন ওবিসি, দলিত, আদিবাসী কাজ করেন? কেন্দ্রে কর্মরত ৯০ জন আইএএস অফিসারের মধ্যে মাত্র তিনজন ওবিসি অফিসারকে ছোট ছোট বিভাগ দেওয়া হয়েছে। দলিতদের সংখ্যা ১৫ শতাংশ এবং আদিবাসীরা ১২ শতাংশ। তবুও, বিজেপি শাসনে তাদের কম প্রতিনিধিত্ব রয়েছে। কীসের ভিত্তিতে মোদি সরকার দাবি করছে যে তারা ওবিসি, দলিত, আদিবাসীদের জন্য কাজ করছে? কেন তারা ক্ষমতা ভাগাভাগি প্রক্রিয়ার অংশ নয়? সেই প্রশ্ন তোলেন রাহুল। নাগপুরের জনসভায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য নির্বাচনী ঘণ্টা বাজানো হয়। মহারাষ্ট্র ও সারা দেশের শীর্ষ কংগ্রেস নেতাদের উপস্থিতি দেখা গিয়েছিল, তবে কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
এদিনের সভায়, দেশে বর্তমানে মতাদর্শগত লড়াই চলছে বলে মন্তব্য করে রাহুল গান্ধি দাবি করেন, বিজেপি দাসদের দল এবং অতীতে ব্রিটিশ রাজের সাথে যোগসাজশকারী দেশীয় শাসকদের অনুরূপ। তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠান - মিডিয়া, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -শাসক দলের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তিনি বলেন, কিছুদিন আগে সংসদে এক বিজেপি সাংসদ, যিনি কংগ্রেসে ছিলেন, আমার সঙ্গে দেখা করেছিলেন। তিনি গোপনে আমার সাথে দেখা করেছেন।আমি তার মুখের উত্তেজনা লক্ষ্য করেছি। তিনি আমাকে বলেছিলেন, তিনি যখন বিজেপিতে ছিলেন, তখনও তাঁর হৃদয় কংগ্রেসের সাথে ছিল। তিনি বলেন, কেউ তাদের কথা শোনেনি। উপর থেকে (বিজেপি নেতৃত্ব) আদেশ আসে এবং সবাইকে তা মানতে হতো। বিজেপিতে কারও বিকল্প নেই। এটা দাসদের দল।রাহুল আরও বলেন, বিজেপির মতাদর্শ ছিল সেই সব রাজাদের মতো, যারা নিঃশর্ত আনুগত্য দাবি করেছিল এবং কারো কথা শোনেনি। কংগ্রেসের সঙ্গে বিজেপির কথিত কর্মশৈলীর তুলনা করে রাহুল গান্ধি দাবি করেন, তার দলে নীচ তলা থেকে আওয়াজ উঠছে। এমনকি ক্ষুদ্রতম কংগ্রেস কর্মীও আমাদের নেতাদের শাস্তি দিতে পারেন। আমাদের কর্মীরা এসে আমাকে এমন কিছু সম্পর্কে বলতে পারে যা আমি করেছি যা তারা পছন্দ করেনি। আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি কেন আমি এটা করেছি। আমি তাদের মতামতকে সম্মান করি, এমনকি যদি আমি তাদের সাথে একমত না হই। তিনি বলেন, কংগ্রেসই ভারতকে একটি সাংবিধানিক কাঠামোর আওতায় এনেছে, সাধারণ নাগরিকদের মর্যাদা ও অধিকার দিয়েছে। কংগ্রেস চাইছে আরএসএস-বিজেপির নীতি ও আদর্শকে নির্মূল করতে, যা চিরন্তন ভারতের সর্বগ্রাহ্য ভাবধারা ধ্বংস করে দেশকে একদর্শী করে তুলতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct