আপনজন ডেস্ক: লোহিত সাগরে ইসরায়েলবিরোধী জাহাজ ও মার্কিন বাহিনী বিরোধী হামলা জোরদার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিপরীতে ওই পানিসীমায় সতর্কতা বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজও।এর ধারাবাহিকতায় গত ১০ ঘণ্টায় লোহিত সাগরে ১৭ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করছে মার্কিন বাহিনী। এর মধ্যে রয়েছে- ১২টি ড্রোন, তিনটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদফতর পেন্টাগন এক বিবৃতিতে এই দাবি করেছে।বিবৃতিতে পেন্টাগনের আওতাধীন ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকোম) পক্ষ থেকে বলা হয়েছে, লোহিত সাগরে টহলরত ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ উএসএস ল্যাবুন (ডিডিজি ৬৮) এবং আইজেনহাউয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজের এফ/এ-১৮ সুপার হরনেট যুদ্ধজাহাজের সেনারা গত ১০ ঘণ্টায় ১২টি বিস্ফোরকবাহী ড্রোন, তিনটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। মার্কিন বাহিনীকে লক্ষ্য করে সব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct