সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার নয়া কৌশল নিচ্ছে পর্ষদ, বাঁকুড়ায় জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার নয়া কৌশল নিচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি প্রশ্নপত্রে আলাদা কোড রাখা হচ্ছে। সেই কোড প্রশ্নপত্রের প্রতিটি পাতায় থাকবে । পর্ষদের তরফে জানানো হয়েছে কেউ প্রশ্নপত্রের ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তির চেষ্টা করলে ওই কোডের সাহায্যেই তাকে চিহ্নিত করা যাবে। কোনো পরীক্ষার্থী একাজ করে থাকলে তাকে এবছর আর মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। প্রায় প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেই বিষয়ের প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বিভিন্ন মহলের তরফে অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁসের। সম্প্রতি প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষাতেও একই ধরনের অভিযোগ উঠেছে। এরপরই সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবেনপ্রশ্নপত্রের কোডিং চালু করতে চাইছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। আজ বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়না। পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্রের ছবি তুলে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। এবার এই ধরনের ঘটনা এড়াতে প্রতিটি প্রশ্নপত্রের আলাদা আলাদা কোড দেওয়ার চেষ্টা চলছে। প্রশ্নপত্রের প্রথম পাতায় এই কোড লেখা থাকবে। প্রশ্নপত্রের অন্যান্য পাতাগুলিতেও সেই কোড এমবেডেড করা থাকবে। এরফলে প্রশ্নপত্রের ছবি পেলেই কার প্রশ্নপত্রর ছবি বাইরে বেরিয়েছে সেই পরীক্ষার্থীকে সহজেই চিহ্নিত করা যাবে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও করতে পারবে পর্ষদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct