আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ায় প্রথম ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে কীটনাশক ছড়িয়ে তাকলাগিয়ে দিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া ড্রোনের মাধ্যমে কৃষি জমিতে ছড়ানো হচ্ছে কীটনাশক! অভিনব উদ্যোগ চাপড়া থানার এক সিভিক ভলেন্টিয়ারের। চাপড়া থানার বাদলাঙি গ্রাম শাত বিঘা আপেল কুল ও পাঁচ বিঘা জমিতে পিয়ারা আছে বর্তমান চাষের জমিতে খরচ কমাতে অভিনব উদ্যোগ নিলেন চাপড়া থানার এক কৃষক ইব্রাহিম আদম বিশ্বাস নামে ওই যুবক। জানা গিয়েছে, এই ড্রোনের মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই ৫ বিঘা জমিতে কীটনাশক ছড়ানো সম্ভব। একইসঙ্গে পাঁচ থেকে সাত লিটার জল নিয়ে উড়তে সক্ষম এই ড্রোন। এবার কৃষি জমিতে কীটনাশক ছড়ানো যাবে ড্রোনের মাধ্যমে। পিয়ারা,কুল সহ বিভিন্ন চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানোর ক্ষেত্রে সাফল্য মিলেছে।সেই সাফল্যের দিকে তাকিয়েই এবার কৃষি জমিতেও কীটনাশক ছড়ানোর জন্য ড্রোন সরবরাহ করবে রাজ্য সরকার। এই ড্রোনের দাম ১০ লক্ষ টাকা। তবে রাজ্য সরকার ৩ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। শুধু তাই নয় কিষান ক্রেডিট কার্ড থাকলে কৃষকরা ঋণ নিয়েও ড্রোন কিনতে পারবেন। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, ড্রোন কেনার জন্য কৃষকরা মাটির কথা ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।ইব্রাহিম আদম বিশ্বাস বলেন,ড্রোনের মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই ৫ বিঘা জমিতে কীটনাশক ছড়ানো সম্ভব।একইসঙ্গে পাঁচ থেকে সাত লিটার জল নিয়ে উড়তে সক্ষম এই ড্রোন। ১০ ফুট উঁচু থেকে ধান জমিতে কীটনাশক ছড়ানো যাবে। তার নিচে উড়লে সেক্ষেত্রে ধান গাছের ক্ষতি হতে পারে। ফলে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ালে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে। আপেল কুল চাষি বলেন,একটি ড্রোন সংগ্রহ বাগানে কীটনাশক ব্যবহার করছি তাতে লাভ আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct