সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বছরের শেষ লগ্নে জেলার বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেইসাথে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ তথা রেজাল্ট বিতরণ,নতুন ক্লাসে ভর্তির প্রক্রিয়াকরণ।সেইরূপ শিক্ষকদের মধ্যেও দেখা গেল এক নতুন উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।জানা যায় জেলা ব্যাপী শিক্ষকদের জন্য একদিনের নকআউট ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার সিউড়ি এক নম্বর ব্লকের গোবিন্দপুর কবি নজরুল শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের মিনি ইন্ডোর স্টেডিয়ামে। চূড়ান্ত পর্বের খেলায় সিউড়ি শহর পূর্ব চক্রের শিক্ষক তাপস বিশ্বাসও সন্দীপ পাঠক জুটি রামপুরহাট মহকুমার উত্তর চক্রের শিক্ষক কাজল চক্রবর্তী ও নীল চ্যাটার্জির জুটি কে পরাজিত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব ধর, মল্লিকপুর অঞ্চলের প্রধান সুবোধ চন্দ্র দত্ত,স্থানীয় স্কুল পরিচালন কমিটির সভাপতি মৃনাল কান্তি সরকার, বিশিষ্ট সমাজসেবী রঘুনাথ মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এক সাক্ষাৎকারে কবি নজরুল শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব ধর বলেন যে, এই বছর প্রথম নতুন চিন্তা ভাবনার মধ্যে জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষকদের নিয়ে এধরনের খেলার আয়োজন করা হয়। জেলার নানা প্রান্তের বিদ্যালয় থেকে ১২ টি দল ও স্থানীয় বিদ্যালয়ের কয়েকটি দল এই খেলায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছিল না কোনো ফি। জেলায় একপ্রকার সমস্ত বিদ্যালয় কে আমন্ত্রণ জানানো হয়েছিল খেলায় অংশগ্রহণ করার জন্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct