অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলাশাসকের অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি। দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির ডাকে ডিএম অফিস ঘেরাও এর আগে বুধবার একটি মিছিল বের হয় বালুরঘাটের আর্য সমিতি ক্লাব এলাকা থেকে। এরপরই মিছিলটি জেলা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয় এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তীতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলাশাসকের কাছে লিখিত আকারে তাদের দাবি পত্র তুলে দেন। জানা গিয়েছে, বালুরঘাট শহরের আন্দোলন সেতু সংলগ্ন এলাকায় বা অন্য কোথাও পাইকারি বাজার করা, বড় বাজারের মধ্যে পাইকারি বাজার না বসানো, বালুরঘাট পৌরসভার মধ্যে পৃথক বাজার বসানো, সরকারি সহায়ক মূল্যের ধান ক্রয়, মাত্রাতিরিক্ত রাসায়নিক সারের দাম বৃদ্ধিসহ এদিন প্রায় সাত দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন আন্দোলনকারীরা।এবিষয়ে দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির সম্পাদক সঞ্জয় মন্ডল বলেন, ‘আমরা কৃষকরা দিনের পর দিন শোষিত। বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দিয়ে শুধু ভোট নিয়ে থাকেন। অথচ ভোট নেবার পর আমাদের কথা তারা মনে রাখেন না। সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনের আগেও বিভিন্ন গ্রাম্য এলাকায় কৃষকদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। অথচ ভোট শেষ হতেই সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বাজার থেকে সার আমাদের চড়া দামে কিনতে হচ্ছে। সরকার যেখানে ধানের মূল্য ৬১৮ টাকার কথা বলেছে, সেখানে সেই ধান আমরা সরাসরি বিক্রি করতে পারছি না। ফড়েরা সেই ধান কিনে নিচ্ছেন। গত বছর সরকারিভাবে যে ধান ক্রয় করা হয়েছিল, কোন কৃষকের কাছ থেকে কত ধান কেনা হয়েছিল সেই বিষয়ে আমরা জেলা শাসকের কাছে মাস্টার রোল এর দাবি জানাচ্ছি।বালুরঘাট পৌরসভায় কৃষকদের জন্য একটি স্থায়ী বাজার করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়েই আজ আমরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct