নকীব উদ্দিন গাজী, সরিষা, আপনজন: ডায়মন্ড হারবারের সরিষা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রক্তের পরীক্ষা করতে অনেকটাই সমস্যা করতে হতো সাধারণ রোগীর পরিজনদের সেই সমস্যার মুশকিল আসান করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরিষার স্বাস্থ্য কেন্দ্রের অধীনস্থ তৈরি করা হল অত্যাধুনিক মানের ল্যাব যেখানে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের পরীক্ষা করা হবে।ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের সরিষা সহ বেশ কিছু আশপাশের এলাকার মানুষকে রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষার টেস্ট করাতে যেতে হতো কলকাতায় কিংবা ডায়মন্ড হারবার হাসপাতালে। যেখানে তাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো বা অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হতো আর সেই কথা মাথায় রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশে বুধবার দিন সরিষা বি.পি এইচ.সি কেন্দ্রের ল্যাবটারি শুভ সূচনা হয়। এদিনের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকসহ ডায়মন্ডহারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার উপস্থিত ছিল সরিষা পঞ্চায়েত সমিতির সভাপতি , স্থানীয় পঞ্চায়েতের প্রধান মইদুল ইসলাম ও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct