মনিরুজ্জামান ও ইস্রাফিল সেখ, বারাসত, আপনজন: বুধবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির এক গুরুত্বপূর্ণ সভায় একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,স্থায়ী সমিতির সদস্য সামিম আরা খাতুন,ভানুমতী বালা, সচিব উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ,বিভাগীয় বনাধিকারিক আকিব আলম,ত্রাণ ও পূর্নবাসন আধিকারিক উত্তর ২৪ পরগনা,অতিরিক্তি উপসচিব উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ,রেঞ্জ অফিসার বারাসাত উত্তর ২৪ পরগনা, রেঞ্জ অফিসার, ব্যারাকপুর উত্তর ২৪ পরগনা, বিশেষ রাজস্ব আধিকারিক ২ (D.L&L.R.O.) উত্তর ২৪ পরগনা প্রমুখ।আলোচনা প্রসঙ্গে কর্মাধ্যক্ষ ফারহাদ জানান, জেলার সকল ব্লকের পাট্টা সংক্রান্ত নথী বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সভাকে অবগত করে বলেন, জেলায় পাট্টা দেওয়া হবে যথাক্রমে বারাসাত ১ নম্বর ব্লকে ২৭টি, বারাসাত ২ নম্বর ব্লকে ১২টি, হাবড়া ১ নম্বর ব্লকে ৭৫টি, হাবড়া ২ নম্বর ব্লকে ২টি, বাদুড়িয়া ব্লকে ৩০টি, বসিরহাট ১ নম্বর ব্লকে ৩টি, বসিরহাট ২ নম্বর ব্লকে ২টি, হাড়োয়া ব্লকে ৮২টি, হিঙ্গলগঞ্জ ব্লকে ৪১টি, মিনাখাঁ ব্লকে ২০০টি, স্বরূপনগর ব্লকে ৩০টি, বনগাঁ ব্লকে ৮৩টি, বাগদা ব্লকে ৪টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct