আপনজন ডেস্ক: ওয়ানডের পর নিউজিল্যান্ডের মাটিতে এবার টি-টোয়েন্টিতেও প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ। এদিন আগে ব্যাটিং করে বাংলাদেশি বোলারদের তোপের মুখে ১৩৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। জবাবে লিটন কুমার দাসের অপরাজিত ৪২ রানে ৮ বল বাকি থাকতেই জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৬ বলে ১৯ রান করেন শেখ মেহেদী। ১৩৫ রান তাড়া করতে নেমে ম্যাচটি নিয়ন্ত্রণেই ছিল বাংলাদেশের। কিন্তু ১ রানের ব্যবধানে তাওহীদ হৃদয় ও আফিফ হোসেনের বিদায়ে মৃদু চাপে পড়েছে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩৭ রান।
অধিনায়ক শান্তর মতো সৌম্য দারুণ ছন্দে ছিলেন। ইতোমধ্যে দুই চার ও এক ছক্কা আসে তার ব্যাট থেকে। কিন্তু অধিনায়কের মতো তিনিও উইকেট ছুড়ে দিলেন। কিউই পেসার সিয়ার্সের বল ক্রস খেলতে গিয়ে বোল্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান। ৬ ওভারের পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে বাংলাদেশ।১৪ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৯৩ রান। শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন নাজমুল হোসেন শান্ত। আগের বলেই দারুণ এক শটে চার মারেন। ঠিক তার পরের বলে জিমি নিশামকে বেড়িয়ে এসে খেলতে গিয়ে কাভারে ধরা পড়লেন তিনি। শান্তর ব্যাট থেকে আসে ১৪ বলে ১৯ রান। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান। প্রথম ওভারে টিম সাউদিকে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন রনি তালুকদার। পরের ওভারেও আগ্রাসি ছিলেন তিনি, তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। অ্যাডাম মিলনেক মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে কাভারের ভিতরেই বল তুলে দেন রনি। সহজ ক্যাচটি তালুবন্দি করেন সাউদি। ২ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭ রান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct