সুব্রত রায়, কলকাতা, আপনজন: আগামী ৩ জানুয়ারি গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে আসন্ন মেলার প্রস্তুতি ব্যবস্থা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ঐদিন গঙ্গাসাগরে রাত্রি বাস করবেন মুখ্যমন্ত্রী । পরের দিন অর্থাৎ ৪ঠা জানুয়ারি, গঙ্গাসাগর থেকে ফেরার পথে জয়নগরে জন প্রকল্প অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দুপুর বারোটা থেকে একটা সেখানকার জনগণের হাতে তুলে দেওয়া হবে,নানা ধরনের সাহায্যকারী অনুদান ।
দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মানুষের জনহিতকর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জনসাধারণের উদ্দেশ্যে জয়নগরের থেকে উন্নয়নের স্বার্থে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে তিনি কলকাতায় ফিরে আসবেন। আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা। বিগত দু - বছর করোনাকালের পর এবছর লক্ষ লক্ষ মানুষের জনসমাগম ঘটবে গঙ্গাসাগরে। ইতিমধ্যেই সেখানে সরকারের পক্ষ থেকে মেলা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠক হয়েছে। এবার মুখ্যমন্ত্রী নিজে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে সেখানে প্রস্তুতিতে কোন খামতি আছে কিনা তা খতিয়ে দেখবেন। শুধু তাই নয় মেলা সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশ প্রশাসনিক কর্তাদের দেবেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার দিক কতটা মজবুত সেটাও যাচাই করবেন মুখ্যমন্ত্রী। সাগরে লক্ষ লক্ষ মানুষের স্নান পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং করার প্রয়োজন আছে সবটাই গঙ্গাসাগর চত্বর পরিদর্শন করে সরজমিনে দেখে নেবেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলা চলাকালীন সেখানে কোন মন্ত্রীর কোথায় দেখভালের দায়িত্ব থাকবে তাও তিনি গঙ্গাসাগর পরিদর্শন গিয়ে ঠিক করবেন। বুধবার গঙ্গাসাগর মেলায় অপ্রয়োজনে যাতে ভিআইপিরা পাইলট কার ব্যবহার না করে তার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct