আপনজন ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার বিশ্ববিদ্যালয়গুলিকে এমফিল কোর্স নিয়ে সতর্ক করে বলেছে, এটি কোনও স্বীকৃত ডিগ্রি নয় ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তি বন্ধে বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে কমিশন।ভর্তি না হওয়ার জন্য শিক্ষার্থীদের সতর্ক করেছে। ইউজিসির নজরে এসেছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন করে আবেদন আহ্বান করছে। এ ক্ষেত্রে এমফিল ডিগ্রি যে স্বীকৃত ডিগ্রি নয়, তা নজরে আনতে হবে। ইউজিসি সচিব মণীশ জোশী বলেন, ইউজিসি (পিএইচডি ডিগ্রি প্রদানের জন্য ন্যূনতম মান ও পদ্ধতি) বিধিমালা, ২০২২-এর রেগুলেশন নং ১৪-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি কোনও এমফিল প্রোগ্রাম সরবরাহ করবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct