আপনজন ডেস্ক: সৎকারে নিয়োজিত ডোমেদের নাম পরিবর্তন করলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে তাদের নাম মুখ্যমন্ত্রী দেন সৎকার কর্মী। ক্যাবিনেট এই নাম অনুমোদন করে। ক্যাবিনেট বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, নতুন করে কলকাতা পৌরসভার অধীনে রাজ্য সরকার ৯ জন সৎকার কর্মীকে নিয়োগ করতে চলেছে। ক্যাবিনেটে এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ডোমেদের নতুন নামকরণকে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এখন থেকে তাদের ‘সৎকার কর্মী’ বলে চিহ্নিত করা হবে। এর পাশাপাশি পঞ্চায়েতে কর্মীদের ওয়ার্ক রিভিউ ও একই জেলায় পোস্টিং প্রথা তুলে দিয়ে বদলির বিষয়টিতেও সিদ্ধান্ত অনুমোদন করে ক্যাবিনেট। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটে শুভেচ্ছা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসক কর্মী ও টেকনিশিয়ান কর্মীর সংখ্যা বাড়ানোর বিষয়টি তো সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। হোমিওপ্যাথি মেডিকেল অফিসার পদ বৃদ্ধি ঘটানো বিষয়ও মিলেছে অনুমোদন ক্যাবিনেটে বলে জানান রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। ক্যাবিনেটের এই বৈঠকে রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হিসেবে বি পি গোপালিকার নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভা তাতে অনুমোদন দেয়। একইসঙ্গে রাজ্যের পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি হিসেবে রাজীব কুমারের নাম ঘোষণা করা হয়। বর্তমান ডিজি মনোজ মাল্যবকে রাজ্য পুলিশের পরামর্শদাতা হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ করার বিষয়টিও ক্যাবিনেটে অনুমোদন পায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct