আপনজন ডেস্ক: এখন উত্তরাখণ্ডে মাদ্রাসার আধুনিকীকরণেরকাজও চলছে। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড উত্তরাখণ্ডের মাদ্রাসায় দেওয়া শিক্ষায় মৌলিক পরিবর্তন এনে গোটা দেশে দৃষ্টান্ত স্থাপনের কথা বলছে। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস বলেছেন, এখন আবদুল কালাম মাদ্রাসার আদলে মাদ্রাসাগুলিকে আধুনিক করা হবে। সকল মাদ্রাসায় কম্পিউটার ল্যাবের পাশাপাশি লাইব্রেরিও স্থাপন করা হবে। এছাড়া বোরকার শর্তও রহিত করা হবে। তিনি আরও বলেন,মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে, উত্তরাখণ্ডের মাদ্রাসার পাঠ্যসূচিতে ১০০ শতাংশ পরিবর্তন আনা হবে এবং আধুনিক পাঠ্যক্রম বাস্তবায়ন করা হবে। রাজ্যের ৪১৫ টি মাদ্রাসার মধ্যে ১১৭ টি মাদ্রাসা ওয়াকফ বোর্ডের অধীনে। মাদ্রাসা বোর্ড পরিচালিত সব মাদ্রাসার আধুনিকীকরণ করতে উর্দু আরবি শিক্ষার পাশাপাশি সংস্কৃত, বেদ ও যোগ শেখানো হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct