অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বাংলার মনীষীদের নিয়ে লাগাতার অপমানজনক কার্যকলাপের প্রতিবাদে ধিক্কার মিছিল যুব তৃণমূল কংগ্রেসের। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির ডাকে সারা রাজ্যের সাথে জেলার প্রতিটি ব্লক ও শহর এলাকায় প্রতিবাদ মিছিলের মাধ্যমে ধিক্কার প্রদর্শিত করা হয় মঙ্গলবার। এদিন সরে জমিনে গিয়ে লক্ষ্য করা গেল বালুরঘাটে হিলি মোড় থেকে এটি প্রতিবাদ মিছিল বের করা হয় যুব তৃণমূল কংগ্রেসের তরফে। ফুটবল খেলতে খেলতে অভিনব এই প্রতিবাদ মিছিলটি করে যুব তৃণমূল কংগ্রেস। যেখানে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অম্বরিশ সরকার ও তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি সুভাষ চাকিকে মিছিলের সামনে ফুটবল খেলতে দেখা যায়। অন্যদিকে, কুমারগঞ্জেও একটি প্রতিবাদ মিছিল বের করা হয় যুব তৃণমূল কংগ্রেসের তরফ। যেখানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল সহ আরো অনেকে। এ বিষয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার জানান, ‘ স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের থেকে যুবকদের ফুটবল খেলা বেশি জরুরি। বিবেকানন্দের সেই বাণীর যথাযথ মর্মার্থ অনুধাবন না করেই যে বিরূপ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তাতে বাঙালি সমাজকে তিনি অপমানিত করেছেন। স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন। এবং এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা দেখেছি বিজেপি দলের তরফে বিভিন্ন সময় কখনো রবীন্দ্রনাথ ঠাকুর কখনো বিদ্যাসাগর কখনো নেতাজি কে নানা সময়ে এই ধরনের অপমান সূচক মন্তব্য করতে লক্ষ্য করা গেছে। তারই প্রতিবাদে সুকান্ত মজুমদার যাতে নিঃস্বার্থভাবে ক্ষমা চান সেজন্যই আমরা আজ এই প্রতিবাদ মিছিল বের করেছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct