মনিরুজ্জামান, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলার লোকনাথ মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আন্তর্জাতিক ভক্ত সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি। এক গুচ্ছ কর্মসূচিকে সামনে রেখে ২৮ ডিসেম্বর চাকলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত শনিবার মধ্যমগ্ৰামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, কর্মাধ্যক্ষ সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যমের সামনে নেতৃত্বরা বলেন আগামী ২৮ ডিসেম্বর একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সবরকমের বন্দোবস্ত সেরে রেখেছে।বলাবাহুল্য, চাকলা মন্দিরের পাশে হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। সেখানে নেমে তিনি চাকলা মন্দিরে আসবেন। চাকলা মন্দিরে প্রবেশ করবেন, পুজো দেবেন। তারপর বিশেষ আলোচনায় অংশগ্ৰহণ করবেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের কাজে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার দেগঙ্গার চাকলাধাম পরিদর্শন করেনরাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,দমকলমন্ত্রী সুজিত বসু,সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পর্যটন দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত জেলাশাসক সামিউল আলম, অতিরিক্ত জেলাশাসক দিব্যা লোগানাথন, বারাসাত (সদর) মহকুমা শাসক সোমা সাউ, বিধায়ক হাজী নুরুল ইসলাম, বিধায়ক রহিমা মন্ডল, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct