নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: দীপন ও কথাপ্রকাশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত দীপন-এর আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যার প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ১৬ ডিসেম্বর ২০২৩, নির্মল ভবনে। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান ইলিয়াসের ভাই প্রখ্যাত অনুবাদক-প্রাবন্ধিক খালিকুজ্জামান ইলিয়াস ও বিশিষ্ট কথাকার সাধন চট্টোপাধ্যায়। পত্রিকার প্রকাশ বিষয়ে প্রাসঙ্গিক কথনের সূত্রধার ছিলেন শুভরঞ্জন দাশগুপ্ত, দেবকুমার সোম, মীরাতুন নাহার। সূচক ভাষণে দীপন পত্রিকার সম্পাদক এন জুলফিকার জানিয়েছেন “আখতারুজামান ইলিয়াস” সংখ্যা নিয়ে তাঁর দীর্ঘ তিন-চার বছরের যাপনের কথা। বাংলা কথাসাহিত্যের ব্যতিক্রমী কথাকার আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্য-সমাজ ও জীবন দর্শন ভাবনা ভবিষ্যতের পাঠক কীভাবে অর্জন করবেন, ইলিয়াস পাঠ কীভাবে করা সম্ভব তার একটা পথ দেখানোর চেষ্টা করেছেন বিখ্যাত আলোচক ও অধ্যাপক আব্দুল কাফি তাঁর “ইলিয়াস ও তাঁর উত্তরাধিকার” শীর্ষক আলোচনায়। দীপন পত্রিকার এবারের আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যায় রয়েছে স্বজনকথা, ছবির ডায়েরি, অপ্রকাশিত ও নির্বাচিত চিঠিপত্র, অগ্রন্থিত গল্প, ইলিয়াসের জীবনবীক্ষা ও সাহিত্যদর্শন, ইলিয়াসের গল্প ও আখ্যান জগৎসহ— মোট এগারোটি পর্ব। ৮৮০ পাতার এই পত্রিকায় এছাড়াও রয়েছে ১৩টি স্মৃতিচারণা ও ইলিয়াসের লেখা ৩৭টি চিঠি। পত্রিকার বাড়তি পাওনা শিল্পী সৌম্যদীপের অসাধারণ প্রচ্ছদ ও গ্রন্থসজ্জা। অধ্যাপক বরেন্দু মণ্ডলের সুসঞ্চালনায় দীপন-এর “আখতারুজ্জামান ইলিয়াস” সংখ্যার উদ্বোধন অনুষ্ঠান বইপাড়ায় পাঠকদের একটি মনোজ্ঞ সন্ধ্যা উপহার দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct