তাপস রায়, কলকাতা, আপনজন: বেহালা .না এ করুণ আবেদন কোন মানব সংগঠনের নয় এ আর্তি যেন বেশ কিছু সারমেয় কথা অর্থাৎ রাস্তার ধারে শুয়ে বসে বা ঘুরতে থাকা একদল কুকুরের। বলতে না পারা এই রাস্তার ধারে কুকুরদের যে কি করুন পরিস্থিতি হয় তা বেশীর ভাগ সকাল হলে চোখে পড়ে স্থানীয় মানুষ জনের। যার কারণ হল গতিতে চলা যানবাহন আরোহী বেশীর ভাগ সময় লক্ষ্য করতে পারে না এই পথের ধারে শুয়ে বা দাঁড়িয়ে থাকা এই সমস্ত কুকুর দের।যার ফল তাদের গাড়ির গতি এদের চাপা দেয় আবার কখনও সখনও বেশ আহত করে দেয় ।এই সমস্ত অবাঞ্ছিত ঘটনা থেকে কুকুর দের কে রক্ষা করতে সম্প্রতি দেখা গেল দক্ষিণ কলকাতায় বেশ কিছু এলাকায় এক প্রকার ‘কলার বেন্ড’ পরাতে এনিম্যাল পিপল এলিয়েন্স কলকাতা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। এই কলার বেল্টে লাগানো একধরনের রেডিয়াম দূর থেকে গাড়ির চালকের দৃষ্টি আকর্ষণ করবে আর রক্ষা পাবে পথের ধারে থাকা বহু সারমেয়রা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct