অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: জ্ঞানের রহস্যময় ভাণ্ডার হলো বই। হাতে গোনা কয়েকটা দিন বাকি। তারপরেই বইয়ের সমুদ্রে ডুব দেবে জেলার বই প্রেমীরা। বইমেলা থেকে নিজের পছন্দের বই কিনতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।জানাগিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর থেকে বালুঘাট হাইস্কুল প্রাঙ্গণে শুরু হতে চলেছে ২৮ তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রধান অতিথি হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, বিশেষ অতিথি হিসেবে মালদা ও দক্ষিণ দিনাজপুর রেঞ্জের ডিআইজি (আইপিএস) প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়াও জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্য আধিকারিক ও জন প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা অধিকারের পৃষ্ঠপোষকতায় স্থানীয় গ্রন্থাগার কৃত্যক, দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের বইমেলার থিম ‘ভাষা শিখব বই লিখব’। বইমেলাকে কেন্দ্র করে প্রত্যহ থাকছে আলোচনা সভা, কবি সম্মেলন ও সাহিত্য বিষয়ক আলোচনা। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে বইমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে, ‘কেন লিখব-কিভাবে লিখব’ বিষয়ে আলোচনা সভা। স্বরচিত অনুগল্প লিখন এবং স্বরচিত কবিতা লিখন প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে কুইজ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সাইবার সচেতনতা বিষয়ে আলোচনা সভা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এবছরের বইমেলা এক অন্যরকম মাত্রা পেতে চলেছে। স্টলের সংখ্যাও এ বছর বাড়তে পারে। সবমিলিয়ে প্রায় ৮০-৮৫ স্টল থাকার সম্ভাবনা রয়েছে।চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমান সমাজ বিশেষ করে তরুণরা পুস্তক বিমুখতা থেকে বেরিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে নতুন নতুন বই সংগ্রহ করবে এবং বই পড়ে জ্ঞানের সাগরে ডুবে থাকবে এই প্রত্যাশাই করছেন আয়োজকরা।এবিষয়ে জেলা গ্রন্থাগারিক অনুপ কুমার মন্ডল জানান, ‘২৮ তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই প্রথম এবারের বইমেলায় সাংবাদিকদের জন্য স্টল থাকছে। পাশাপাশি থাকছে জেলার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি একটি চিত্র প্রদর্শনী। বই মেলার শুভ সূচনা লগ্নে ‘বই এর জন্য হাঁটুন’ এই বার্তাকে সামনে রেখে থাকছে বর্ণাঢ্য পদযাত্রা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct