আপনজন ডেস্ক: তাইওয়ানের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, দেশটি তার উচ্চ প্রযুক্তির পণ্যগুলোকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা থেকে বিরত রাখতে রাশিয়া ও তার মিত্র বেলারুশের জন্য নিষিদ্ধ পণ্যের তালিকা প্রসারিত করেছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুসারে, তাইওয়ান রাশিয়ার আক্রমণের নিন্দা করেছে এবং ইতিমধ্যে পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার প্রচেষ্টায় যোগ দিয়েছে।যদিও পদক্ষেপগুলো মূলত প্রতীকী। কারণ তাইপে ও মস্কোর মধ্যে সরাসরি বাণিজ্যের পরিমাণ কম।
রয়টার্স জানিয়েছে, সর্বশেষ নিষেধাজ্ঞার দফা ঘোষণা করে তাইপের মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক সহযোগিতা পূরণ করতে এবং সামরিক উদ্দেশ্যে আমাদের উচ্চ প্রযুক্তির পণ্য রপ্তানি রোধ করতে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় সেমিকন্ডাক্টর তৈরির সরঞ্জাম রয়েছে, যার উৎপাদনে তাইওয়ান বিশ্বে নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে।সেই সঙ্গে কিছু রাসায়নিক এবং ওষুধ ইতিমধ্যে চিপ শিল্পকে লক্ষ্য করা আগের ঘোষণায় যোগ করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞাগুলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র এবং অন্য দেশগুলোর ইতিমধ্যে ঘোষিত নিষেধাজ্ঞাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct