আপনজন ডেস্ক: মধ্য নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর পৃথক হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০০ জন। সোমবার নাইজেরিয়ার স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা গেছে , রোববার সন্ধ্যায় জাতিগত সংঘাতে ওই অঞ্চলে প্রাথমিকভাবে ১৬ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল সেনাবাহিনী। সোমবার বোক্কোস রাজ্যের স্থানীয় সরকারের প্রধান কাসাহ এএফপিকে বলেছেন, শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অব্যাহত লড়াইয়ে ১১৩ জন নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি।
তিনি আরো বলেন, স্থানীয়ভাবে এই গোষ্ঠীগুলো ডাকাত হিসেবে পরিচিত। তারা কম করে হলেও ২০টি পৃথক সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং বাড়িঘরও পুড়িয়ে দেয়। কাসাহ বলেন, আমরা ৩ শতাধিক আহত ব্যক্তিকে পেয়েছি। তাদের বোক্কোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোল্লম এই হামলার নিন্দা করেছেন এবং নিরাপত্তা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। চোল্লম বলেন, সন্ত্রাসীদের কাছে আমরা নতি স্বীকার করব না। আমাদের ন্যায়বিচার এবং স্থায়ী শান্তির জন্য আমরা ঐক্যবদ্ধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct