আপনজন ডেস্ক: সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে বৃষ্টিবিঘ্নিত দিনে ৮ উইকেটে ২০৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। প্রথম দিনে মাত্র ৫৯ ওভারের খেলা হয়েছে। তাতে ৭০ রানে অপরাজিত থাকা লোকেশ রাহুলকে ছাপিয়ে গেছেন ৫ উইকেট নেওয়া কাগিসো রাবাদা। সপ্তম দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন ২৮ বছর বয়সী এ পেসার।বক্সিং ডেতে স্যাঁতসেঁতে পিচের কারণে সকালের সেশনে খেলা শুরু হতে ৩০ মিনিট দেরি হয়। উইকেট থেকে স্বাভাবিকভাবেই সহায়তা পান দক্ষিণ আফ্রিকার চার পেসার। রাবাদার পাশাপাশি উইকেট পেয়েছেন ন্যান্দ্রে বার্গার ও মার্কো ইয়ানসেন। অবশ্য ক্যাচ নিতে পারলে ভারতকে প্রথম দিনই অলআউট করে দিতে পারত দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা প্রথম দিনে দুঃসংবাদও পেয়েছে। মধ্যাহ্নভোজের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর আর মাঠে নামেননি। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, ‘এই ম্যাচে তিনি আর অংশ নিতে পারবেন কি না, তা প্রতিদিন মেডিকেল চেকআপের মাধ্যমে ঠিক করা হবে।’ প্রথম সেশনে ১১.১ ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ভারত। যশস্বী জয়সোয়াল (১৭) ও শুবমান গিলকে (২) তুলে নেন বার্গার। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে (৫) তুলে নেন রাবাদা। পিচ কতটা পেসসহায়ক ছিল তা বোঝা যায়, এ সময়ের মধ্যে ভারতের ব্যাটসম্যানদের ১৭টি ফলস (আলগা) শট খেলায়। চতুর্থ উইকেটে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের ৬৮ রানের জুটিটাই এখন পর্যন্ত তাদের ইনিংসে সর্বোচ্চ। ৩৮ রান করা কোহলিকে উইকেটের পেছনে ক্যাচ বানান রাবাদা। শ্রেয়াসকে (৩১) করেছেন বোল্ড। চা-বিরতির আগেই ১৭৬ রান তুলতে ৭ উইকেট হারানো ভারতের ইনিংসের বাকি গল্পটা লিখেছেন রাহুল। শার্দূল ঠাকুরের সঙ্গে ৪৩ এবং যশপ্রীত বুমরার সঙ্গে ২৭ রানের জুটি গড়েন। বৃষ্টি এবং আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে মোহাম্মদ সিরাজের সঙ্গে রাহুলের জুটি অবিচ্ছিন্ন ছিল ১৭ রানে। রাবাদা মধ্যাহ্নভোজ বিরতির আগে উইকেট পেলেও আগুনে হয়ে ওঠেন এরপর। দ্বিতীয় সেশনের শুরুর ওভারেই ফেরান শ্রেয়াস আইয়ারকে। এ সময়ে পাঁচ ওভারের স্পেলে কোহলিকেও তুলে নিয়ে বিপর্যয় ঘটান ভারতের মিডল অর্ডারে। টেস্ট ক্রিকেটে এ নিয়ে ১৪তমবার ইনিংসে ৫ উইকেট পেলেও ভারতের বিপক্ষে পেলেন প্রথমবার। ৮ উইকেট এবং ৩১টি বাউন্ডারির দিনে পিচ থেকে বাউন্স পেয়েছেন প্রোটিয়া পেসাররা। কোহলি এর শিকার হয়েই উইকেট দিয়েছেন। তবে এর মধ্যেও দারুণ সব স্ট্রোক খেলেছেন রাহুল। ২ ছক্কা এবং ১০ চারে সাজানো তাঁর ৭০ রানের এই ইনিংসে দারুণ কয়েকটি পুল এবং হুক শট ছিল। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে খেলতে সম্ভবত পছন্দ করেন রাহুল। এর আগে ২০২১ সালে এই মাঠে বক্সিং ডেতে শুরু হওয়া টেস্টের প্রথম দিনেই শতক পূর্ণ করেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৫৯ ওভারে ২০৮/৮ (রাহুল ৭০*, কোহলি ২৮, শ্রেয়াস ৩১; রাবাদা ৫/৪৪, বার্গার ২/৫০, ইয়ানসেন ১/৫২)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct