আপনজ ডেস্ক: ৩৩ বছরের অপেক্ষা ফুরিয়ে গত মৌসুমে লিগ শিরোপা ঘরে তুলে নাপোলি। ইতালির চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রাখেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। ৩২ ম্যাচ খেলে করেছিলেন ২৬ গোল। ২৪ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তিও বাড়িয়ে নিয়েছে নাপোলি। ২০২৬ সাল পর্যন্ত খেলবেন এই ক্লাবের জার্সিতেই। বাড়ানো হয়েছে বেতনও। ইতালিয়ান গণমাধ্যমের খবর, আগের চেয়ে দ্বিগুণ বেতন পাবেন তিনি।গত মৌসুম স্বপ্নের মতো কেটেছে ওসিমেনের। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩১ গোল। এতে ইতালি ফুটবল অ্যাসোসিয়েশনের সেরা ফুটবলারের মুকুট পড়েন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমেও ছন্দে আছেন তিনি। লিগে ১৩ ম্যাচে করেছেন ৭ গোল। ওসিমেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে সামাজিক মাধ্যমে নাপোলি লিখেছে,’ভিক্টো ও নাপোলি ২০২৬ পর্যন্ত একসঙ্গে।’ আগের চুক্তিতে ২০২৫ পর্যন্ত নাপোলিতে থাকার কথা ছিল। তবে বেতন বাড়িয়ে সেটা আরো এক বছর বাড়িয়ে নিল ইতালিয়ান ক্লাবটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct