আপনজ ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল জাতীয় দলের। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ধুঁকতে থাকা সেলেসাওরা এবার পড়েছে নিষেধাজ্ঞার হুমকিতে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ কার্যক্রমে বাইরের হস্তক্ষেপ থাকায় এই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত বছরের নির্বাচনে বিজয়ী হয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পান এদনালদো রদ্রিগেজ। তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগে গত ৭ই ডিসেম্বর তাকে ছাঁটাইয়ের নির্দেশ দেয় রিও ডি জেনেইরোর আদালত। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনেইরোর কেঁসুলিদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নেন সেটিকে অবৈধ ঘোষণা করেছে আদালত। একইসঙ্গে এদনালদোর নিয়োগ দেয়া অন্য কর্মকর্তাদেরও বহিষ্কার করা হয়। একজন প্রশাসককে ফেডারেশনের দায়িত্বও দেয়া হয় এবং তার অধীনে (দায়িত্ব হস্তান্তরের) ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশও দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন বরখাস্ত হওয়া সভাপতি এদনালদো রদ্রিগেজ। কিন্তু সেখানেও আদালতের রায় বহাল রাখা হয়। এরপরই নড়েচড়ে বসে ফিফা। সিবিএফকে পাঠানো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সতর্কবার্তায় বলা হয়, সিবিএফের বাইরের হস্তক্ষেপ বন্ধ না হলে বোর্ডের ওপর নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।আর তা হলে ব্রাজিল জাতীয় দল এবং দেশটির কোনো ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিফার হুঁশিয়ারি উপেক্ষা করলে ব্রাজিল ফুটবল দল নিষিদ্ধ হবে। এতে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায় অংশগ্রহণ বাতিল হতে পারে সেলেসাওদের। তাছাড়া ২০২৬ বিশ্বকাপ খেলাও পড়বে অনিশ্চয়তায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct