আপনজ ডেস্ক: গত জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ২০২৩ মেজর লীগ সকারের (এমএলএস) মৌসুমের মাঝে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় আর্জেন্টাইন সুপারস্টারকে সবকটি ম্যাচ খেলাতে পারেনি ডেভিড বেকহ্যামের ক্লাব। সঙ্গে চোট সমস্যার কারণে এমএলএসের গত মৌসুমে মাত্র ৬টি ম্যাচ খেলেন মেসি। ২০২৪ সালেও বিশ্বকাপ জয়ী তারকাকে পুরো মৌসুমে পাবে না ‘পিঙ্ক লেড’রা। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, লীগের বেশ কয়েকটি ম্যাচে মেসিকে পাবে না ইন্টার মায়ামি। এমএলএসের এক মৌসুমে অংশ নেয়া দলগুলোর প্রত্যেকে ৩৪টি করে ম্যাচ খেলে। মার্কার প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে ইন্টার মায়ামির হয়ে অন্তত ৭টি ম্যাচ মিস করবেন মেসি। আগামী ২০শে জুন শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। শেষ হবে ১৪ই জুলাই। প্রায় এক মাসব্যাপী অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের আগে ক্যাম্পিং এবং প্রস্তুতি নিয়ে জাতীয় দলের সঙ্গেই ব্যস্ত থাকবেন মেসি। মেসি কোন ম্যাচগুলো মিস করতে পারেন, তার তালিকাও প্রকাশ করেছে মার্কা। ১৬ই মার্চ ডিসি ইউনাইটেড, ২৩শে মার্চ নিউইয়র্ক রেড বুলস, ১৫ই জুন ফিলাডেলফিয়া ইউনিয়ন, ১৯শে জুন নাশভিলে, ৩রা জুলাই শারলোটে এবং ৬ই জুলাই এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচ মিস করতে পারেন মেসি।সদ্য ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসির পুরনো বন্ধু লুইস সুয়ারেজ। উরুগুয়ের কোপা আমেরিকা দলে ডাক পেলে এই ফরোয়ার্ডও মিস করতে পারেন ম্যাচগুলো। আগামী ২১শে ফেব্রুয়ারি ডিআরভি পিএনকে স্টেডিয়ামে রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএসের নতুন মৌসুম শুরু করবে ইন্টার মায়ামি। সেই ম্যাচটি খেলতে পারেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct