আপনজন ডেস্ক: মেলবোর্ন টেস্টে নিজের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি ডেভিড ওয়ার্নার। সাজঘরে ফেরেন চল্লিশ ছোঁয়ার আগে। ইনিংস রাঙাতে না পারলেও অল্প সংগ্রহেই লেজেন্ডারি ব্যাটার স্টিভ ওয়াহকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে যান ওয়ার্নার। তার সামনে শুধু কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার রিকি পন্টিং। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ১৬৪ রান করেন ডেভিড ওয়ার্নার। তাতে সব সংস্করণ মিলিয়ে অজি ওপেনার ১৮ হাজার ৪৭৭ রান নিয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনে ছিলেন। ডেভিড ওয়াহর রান ১৮ হাজার ৪৯৬। অর্থাৎ, মেলবোর্নে ২০ রান করলেই তাকে পেছনে ফেলার সুযোগ ছিল ওয়ার্নারের। গতকাল মেলবোর্ন টেস্টের প্রথম দিনে ৮৩ বলে ৩ বাউন্ডারিতে ৩৮ রান করেন তিনি। এতে ছাড়িয়ে যান ওয়াহকে। ওয়ার্নারের রান এখন ১৮ হাজার ৫১৫।
দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় স্থানটা আরো সমৃদ্ধ করে নিতে পারবেন তিনি। শীর্ষে থাকা রিকি পন্টিং ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ৬৬৭ ইনিংস ব্যাট করে ২৭ হাজার ৩৬৮ রান সংগ্রহ করেন। অর্থাৎ, পন্টিংকে পেছনে ফেলতে আরো ৮ হাজার ৮৫৩ রান প্রয়োজন ওয়ার্নারের। ইতোমধ্যে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অজি ওপেনার। পাকিস্তানের বিপক্ষে সিরিজই সাদা পোশাকের শেষ সিরিজ ওয়ার্নারের। অর্থাৎ, সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রিকি পন্টিংকে পেছনে ফেলতে ওয়ানডে ও টি-টোয়েন্টির সাহায্য নিতে হবে ওয়ার্নারকে। তালিকার চারে অ্যালান বোর্ডার। ১৯৭৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৪২৯ ম্যাচ খেলে ১৭ হাজার ৬৯৮ রান করেন তিনি। পঞ্চম মাইকেল ক্লার্ক। সাবেক এই অজি অধিনায়কের রান ১৭ হাজার ১১২।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct