আপনজন ডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির কেন্দ্রীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা কলকাতায় এসে ১৫জনের এক কমিটি গড়লেন রাজ্য বিজেপির জন্য। সেই কমিটিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ প্রমুখ থাকলেও স্থান পাননি মিঠুন চক্রবর্তী, সাংসদ দেবশ্রী চৌধুরি, স্বপন দাশগুপ্তর মতো ব্যক্তিত্ব।বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপির কাছে বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩৫টি আসন পাওয়ার দাবি জানান।
উল্লেখ্য, একের পর এক বিজেপি সাংসদ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গত কয়েক বছরে। তারপরও ৩৫টি আসন পাওয়া নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। কুনাল ঘোষ আগামী লোকসভা নির্বাচনের জন্য গঠিত বিজেপির এই কমিটিকে ‘ভরাডুবি কমিটি; বলে অভিহিত করলেন। এ বিসয়ে কুনাল বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে বিজেপির ৩৫টি আসন পাওয়া তো দূরের কথা তিন থেকে পাঁচটি আসন পেয়ে দেখাক।কুনাল আরও বলেন, একুশের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদি, অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারের মতো সফল করেছেন। তারপরও তাদের ভরাডুবি হয়েছে। অমিত শাহরা বাংলায় যত আসবেন, ততই তৃণমূলের ফল ভাল হবে। কারণ, তারা যতবার বাংলায় আসবেন যতই বাংলার প্রতি বঞ্চনা এবং অপমানের কথা মানুষের মনে পড়বে। ফলে বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়বে অার তৃণমূলের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।বিজেপি বিরোধী জোট নিয়ে কুনাল বলেন, ‘ইন্ডিয়া’ জোট গঠিত হওয়ায় বিজেপি আশঙ্কা করছে তারা হয়তো ক্ষমতা হারাবে। তাই অমিত শাহরা ছুটে বেড়াচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct