আপনজন ডেস্ক: ব্যাপক কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও নতুন করে ভোটগ্রহণের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। দেশটিতে গত সপ্তাহের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে অভিযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধীরা। তাদের দাবি, সরকার নির্বাচনে কারচুপি করে ক্ষমতাসীন দলকে জিতিয়ে দিয়েছে। তবে বিরোধীদের এই অভিযোগকে ‘আবর্জনা ও মিথ্যা’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিক।সংবাদমাধ্যম এএফপির তথ্যানুযায়ী, এতদিন আন্দোলনটি শান্তিপূর্ণভাবে চললেও গত রোববার প্রথমবারের মতো তা সহিংস হয়ে ওঠে।জানা গেছে, রাজধানী বেলগ্রেডে সিটি হলের জানালা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীদের একটি অংশ। এতে পুলিশ সদস্যরা সিটি হলের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে। বিরোধী দল গ্রিন-লেফট ফ্রন্টের নেতা রাডোমির লাজোভিচ বলেছেন, পুলিশ কর্মকর্তারা তাকে এবং আরো কয়েকজনকে মারধর করেছেন। বিরোধী নেতাদের সন্দেহ সিটি হলের জানালা ভাঙার সঙ্গে সরকারি এজেন্টদের উসকানিদাতারা জড়িত থাকতে পারে। ওই ঘটনার পরপরই পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct