সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল গুলিতে উপচে পড়েছে ভিড়। বছরের শেষ সপ্তাহে পিকনিক মুডে রয়েছে বাংলা। তবে বড়দিনে পর্যটক কোথায় মুর্শিদাবাদের দুই বড় পর্যটন কেন্দ্র হাজারদুয়ারী ও মতিঝিলে? মুর্শিদাবাদের পর্যটন মহলে বড় প্রশ্ন। সূত্রের খবর অনুযায়ী, মতিঝিলে বড়দিনে অর্থাৎ ২৫শে ডিসেম্বর মাত্র ১৩ হাজার পর্যটক প্রবেশ করেছে। হাজারদুয়ারিতে সংখ্যাটা ছিলো আরো কম। তুলনামূলকভাবে প্রতি বছরের তুলনায় যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে পর্যটকের সংখ্যা। কিন্তু মুর্শিদাবাদ পৌরসভার হিসেব বলছে, প্রায় ৩০ হাজার পর্যটক বড়দিনে মুর্শিদাবাদ শহর ভ্রমণে এসেছে। তাহলে হাজারদুয়ারি বা মতিঝিলে পর্যটক কোথায়? শীতের আবহে বছরের শেষে পিকনিক মুডে রয়েছে বাংলা। বিশেষ করে মুর্শিদাবাদ শহরের বিভিন্ন পিকনিক গার্ডেন গুলোতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে সোমবার। অথচ হাজারদুয়ারি বা মতিঝিলে পর্যটকের সংখ্যা যথেষ্ট হারে কম। কিন্তু কেন?পর্যটন মহলের একাংশের দাবি, ‘পর্যটকরা মুর্শিদাবাদ শহরে আসছে বটে, কিন্তু মতিঝিলে লাইট এন্ড সাউন্ড থেকে জলের ফোয়ারা বন্ধ থাকায় এবং হাজারদুয়ারিতে নতুন টিকিট সিস্টেম বা নয়া নিয়ম বিধি চালু হওয়ায় মুর্শিদাবাদ শহরের দুই গুরুত্বপূর্ণ পর্যটন স্থলে পর্যটকের সংখ্যা যথেষ্ট হারে হ্রাস পেয়েছে। গতবছর বড়দিনে পর্যটকের সংখ্যা হাজারদুয়ারিতে ছিলো প্রায় ২০ হাজার এবং মতিঝিলে ২৫ হাজার। সেখানে এবছর ২০২৩ এর বড়দিনে হাজারদুয়ারিতে পর্যটকের সংখ্যা ১০ হাজারেরও কম, অন্যদিকে মতিঝিলে সংখ্যাটা মাত্র ১৩ হাজার।হাজারদুয়ারি কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় এবং রাজ্যের পর্যটন দপ্তরের হাতে থাকা মতিঝিলে লাইট এন্ড সাউন্ড বন্ধ থাকায় পর্যটকের সংখ্যা শহরের গুরুত্বপূর্ণ দুই পর্যটন স্থলেই হ্রাস পেয়েছে বলে মত অনেকের।তবে পৌরসভার দেওয়া তথ্য অনুযায়ী বড়দিনে নবাবের শহরে পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৩০ হাজারের কাছাকাছি। এরপরেও মতিঝিলের লাইট অ্যান্ড সাউন্ড কবে চালু হবে এবং হাজারদুয়ারি কর্তৃপক্ষের নিজস্ব খামখেয়ালিপনা বন্ধ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে মুর্শিদাবাদের পর্যটন মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct