আপনজন ডেস্ক: মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির রোহিঙ্গা নাগরিকরা বিভিন্ন সময় সাগর পথ পাড়ি দিয়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন। সম্প্রতি বাংলাদেশের আশ্রয় শিবির থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের একটি দল ভারত মহাসাগরে রয়েছে। ১৮৫ জন শরণার্থী নিয়ে পালিয়ে যাওয়া নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে তারা এখন সাগরে ভাসছে। এতে মৃত্যু-ঝুঁকিতে রয়েছেন এসব শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ভারত মহাসাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের দলে প্রায় ১৮৫ জন রয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। অসহায় এসব মানুষগুলোকে দ্রুত উদ্ধার না করা গেলে তাদের মৃত্যু ঝুঁকি বাড়বে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দুর্দশায় রয়েছে ১৮৫ জন রোহিঙ্গা। নৌকার একজন যাত্রী ইতোমধ্যেই মারা গেছেন, আরও এক ডজন সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, দ্রুত উদ্ধার করতে না পারলে আরও অনেকে মারা যেতে পারেন। এখানে তারা মিয়ানমারে তাদের মাতৃভূমি থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল। দেশটির সামরিক বাহিনী মুসলিমদের ওপর দমন-পীড়ন শুরু করে, তাদের বাড়িঘর ও সম্পত্তি পুড়িয়ে দেওয়ার পর ২০১৭ সালে সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালাতে বাধ্য হয়েছিল। জাতিসংঘের শীর্ষ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct