সুব্রত রায়, কলকাতা, আপনজন: সোমবার ছিল বড় দিন। আর বড়দিনের শহর কলকাতা মেতে ওঠে সেলিব্রেশনে। শহর কলকাতায় বিভিন্ন দর্শনীয় স্থানে উঠচে পড়া ভিড় ছিল। তিন ধরনের জায়গা ছিল না আলিপুর সেন্ট্রাল জেল পুলিশ মিউজিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতা ময়দান এইসব এলাকায়। আর তার মধ্যে অন্যতম ছিল আলিপুর চিড়িয়াখানা। বিশেষত কচিকাঁচা এবং খুদেদের জন্য হট ডেস্টিনেশন হল এই চিড়িয়াখানা। কলকাতার পার্ক স্ট্রিট থেকে বোব্যারাক যতই আকর্ষণীয় সমস্ত ডেস্টিনেশন থাকুক না কেন এই বড়দিন বা নতুন বছরে চিড়িয়াখানার আকর্ষণ যে অমর তার অন্যতম প্রমাণ হলো গতকাল অর্থাৎ ২৪ শে ডিসেম্বর এই আলিপুর চিড়িয়াখানায় পদার্পণ হয়েছিল ৭০ হাজারের বেশি মানুষের। আজকে সেই ভিড়বিগত সব রেকর্ডকে ছাপিয়ে যায় বলে জানান আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দুপুরের মধ্যে সেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল। ২০০-র বেশি পুলিশ কর্মী মোতায়েন ছিল বাইরে এবং ভেতরে মিলিয়ে। এছাড়া ৬ টা পুলিশ বুথ রয়েছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। বড় দিন বিশেষ দিন হিসেবে সকাল সাড়ে আটটা থেকে চিড়িয়াখানার গেট খোলা হয়েছে। নটা থেকে যেখানে এন্ট্রি থাকে, সেখানে সাড়ে আটটায় গেট খুলে দেওয়া হয়। চারটে গেটে ৩০টা টিকিট কাউন্টার আছে । সবকটা গেট ওপেন করা হয়। এছাড়াও অনলাইন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। বিকাল ৫ টায় চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে। কিন্তু দুপুর পর্যন্ত এক লক্ষ দশ হাজার মানুষ প্রবেশ করে চিড়িয়াখানার ভেতর। লালবাজারে তথ্য অনুযায়ী প্রায় ৮০ হাজার মানুষের জনসমাগম ঘটে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কলকাতা ময়দান ও পার্ক স্ট্রিট এলাকায়। সন্ধ্যের পর এই ভিড় আরো বাড়তে পারে বলে কলকাতা পুলিশ মনে করছে। বড়দিন উপলক্ষে পাক স্টিট ময়দান আলিপুর চিড়িয়াখানা সহ শহরের দ্রষ্টব্য স্থানগুলিতে নিরাপত্তার জন্য প্রায় চার হাজার পুলিশ ফোর্সকে রাস্তায় নামানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct