আপনজন ডেস্ক: ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ করছে পুরো বিশ্ব। অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজাও চেয়েছিলেন, কিন্তু আইসিসির বাধায় করতে পারছেন না। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে কেডসে শান্তির প্রতীক ব্যবহার করার অনুমতি চেয়েও পাননি। অথচ তার দলেরই মার্নাস লাবুশানে নিজের ধর্মীয় বিশ্বাসের একটি বার্তা নিয়মিতই ব্যাটে প্রদর্শন করেন। তাতে আপত্তি নেই আইসিসি’র। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন দ্বিচারীতার সমালোচনা করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ ও ‘প্রতিটিই জীবনই সমান মূল্যবান’ লেখা কেডস পড়ে খেলতে চান খাজা। আইসিসির অনুমতি না পেয়ে পরে হাতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামেন তিনি। এতেও তাকে তিরস্কার করে আইসিসি। এরপর আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে বৈশ্বিক মানবাধিকারের সার্বজনীন ঘোষণা অনুযায়ী শান্তির প্রতীক কবুতর ব্যবহার করার অনুমতি চান। এক্ষেত্রে তাকে অনাপত্তিপত্র দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।এর আগে একটি ঘুঘু পাখির মুখে জলপাই শাখা সম্বলিত লোগোসহ কেডস পরে অনুশীলনও করেন অস্ট্রেলিয়ান ওপেনার। কিন্তু আইসিসি’র যুক্তি, আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিগত বার্তা প্রকাশ করা যাবে না পোশাকে। তবে আরেক অজি ক্রিকেটার লাবুশানে ব্যাটের পেছন দিকে একটি ঈগলের প্রতীক ব্যবহার করেন, যেটি মূলত বাইবেলের একটি পংক্তিকে তুলে ধরে । আইসিসির অনুমতি নিয়েই দীর্ঘদিন ধরে এই স্টিকার ব্যবহার করছেন তিনি। আইসিসির এই বাধা নিয়ে ক্রিকেট বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। বরাবরই এসব ক্ষেত্রে সরব সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং অস্ট্রেলিয়ার একটি পত্রিকায় লেখা কলামে আইসিসিকে ‘ভণ্ড’ আখ্যা দেন। হোল্ডিং বলেন, ‘অন্য বেশির ভাগ সংগঠন যদি বিভিন্ন ইস্যুতে তাদের আচরণ ও অবস্থান দিয়ে ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে না পারে, তাহলে আমি বিস্মিত হবো। কিন্তু তাদের (আইসিসি) ক্ষেত্রে নয়। আরও একবার তারা তাদের ভণ্ডামি এবং সংগঠন হিসেব নৈতিকতার ঘাটতি তুলে ধরলো।’
বরাবরই ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও মানবিক সঙ্কট নিয়ে সোচ্চার খাজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা পোস্টও দেন তিনি। ধারণা করা হচ্ছে এ কারণেই খাজাকে কোনো বার্তাই বহন করতে দিচ্ছে না আইসিসি। তবে প্রথম টেস্টের পর ভিডিও বার্তায় খাজা দাবি করেন, কোনো রাজনৈতিক বার্তা নয় বরং মানবাধিকারের পক্ষে অবস্থান নেন তিনি। একই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন এই অজি ওপেনার। এদিকে লাবুশানে পারলে খাজা কেন পারবেন না এই প্রশ্ন তোলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। একই সঙ্গে খাজার প্রতি পুরো দলের সমর্থন রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘সত্যি বলতে, কোনো পার্থক্য দেখছি না (খাজা ও লাবুশেনের বার্তায়)। (খাজার) আবেদনের বিস্তারিত সবকিছু আমি জানি না। তবে আমার তো মনে হয়, এটি একদমই সাধারণ, একটি ঘুঘু। আমরা সত্যিই উজির (খাজা) পাশে আছি। নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছে সে এবং সেটা বেশ সম্মানজনকভাবেই তুলে ধরেছে সে।’ কামিন্স বলেন, ‘অবশ্যই প্রতিটি জীবনই সমান মূল্যবান এবং এখানে আক্রমণাত্মক কিছু আছে বলে আমার মনে হয় না। এই ঘুঘু নিয়েও একই কথা বলবো আমি। উজি (খাজা) এমনই যেভাবে সে সবকিছু তুলে ধরেছে, অবশ্যই মাথা উঁচু রাখতে পারে সে। তবে আইন তো আইনই এবং আইসিসি বলেছে যে, তারা অনুমতি দিচ্ছে না। তারাই আইন তৈরি করে এবং তা মেনে নিতেই হবে আমাদের।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct