আপনজন ডেস্ক: দ্বিতীয় পর্যায়ের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হাঁটতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। অরুণাচল প্রদেশ থেকে পশ্চিম গুজরাত পর্যন্ত ওই যাত্রা আগামী জানুয়ারিতেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।সে জন্যই প্রিয়াঙ্কাকে উত্তর প্রদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়। যদিও কংগ্রেস সূত্রের খবর, সেটাই অন্যতম প্রধান কারণ। ভাই-বোন একসঙ্গে পদযাত্রায় অংশ নিলে উত্তর প্রদেশে নির্বাচনী ব্যবস্থাপনার কাজ ব্যাহত হবে। প্রিয়াঙ্কাকে উত্তর প্রদেশের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও তিনি এখনো দলের সাধারণ সম্পাদক। প্রিয়াঙ্কার বদলে উত্তর প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ার্কিং কমিটির প্রবীণ সদস্য অবিনাশ পান্ডেকে।
ওয়ার্কিং কমিটির সাম্প্রতিক বৈঠকে দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথম যাত্রা চলাকালেই জানানো হয়েছিল, দ্বিতীয় পর্যায়ের যাত্রায় রাহুল হাঁটবেন পূর্ব থেকে পশ্চিমে। মোটামুটিভাবে ঠিক হয়েছে, নতুন বছরের জানুয়ারি মাসেই সেই যাত্রা শুরু হবে। তবে তা আগের মতো পুরোপুরি হেঁটে হবে না।এর কারণ দুটি। প্রথম কারণ, নির্বাচনের দিন এগিয়ে আসতে পারে। এপ্রিলের বদলে মার্চেই শুরু হয়ে যেতে পারে ভোট। সেই অবস্থায় ভোটের আগে এই দীর্ঘ পথ হেঁটে পেরোনো সম্ভব হবে না। দ্বিতীয় কারণ, এই পর্বে যাত্রাপথের দুর্গম চরিত্র। তাই মোটামুটিভাবে ঠিক হয়েছে, হেঁটে যতটা সম্ভব চলার পাশাপাশি কিছু পথ যানবাহনেও যাওয়া হবে।ভোটের কারণে আগেরবারের মতো প্রায় পাঁচ মাস পথচলা সম্ভব নয়। কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম পর্বের ভারত জোড়ো যাত্রা প্রায় পাঁচ মাস ধরে চলেছিল। রাহুল হেঁটেছিলেন চার হাজার কিলোমিটারের বেশি পথ। ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রায় সবাই রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কাকে দেখার আগ্রহ প্রকাশ করেন। তাঁদের মতে, দেশের নারী, যুব সম্প্রদায় ও গ্রামীণ এলাকার মানুষজনের কাছে প্রিয়াঙ্কার আবেদন প্রবল। সম্প্রতি পাঁচ রাজ্যের ভোটের প্রচারেও তা ভালোভাবে বোঝা গেছে।ওই নেতারা চান, লোকসভা ভোটে প্রিয়াঙ্কার সেই আবেদন দল কাজে লাগাক। তা ছাড়া এই মহল মনে করে, পদযাত্রা চলাকালে রাহুলকে অন্যত্র ভোটের প্রচারে যেতে হতে পারে। সে ক্ষেত্রে পদযাত্রার আকর্ষণ থাকবেন প্রিয়াঙ্কাই। রাহুলের না থাকার জন্য যাত্রা বন্ধ করতে হবে না।প্রথম ভারত জোড়ো যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত রাহুল ছিলেন। সেই যাত্রায় মাঝেমধ্যে প্রিয়াঙ্কা যোগ দিয়েছেন। কোনো কোনো সময় অসুস্থ শরীর নিয়েও যোগ দিয়েছিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেস ওয়ার্কিং কমিটির চাওয়া অনুযায়ী, প্রিয়াঙ্কা গান্ধী প্রস্তাবিত দ্বিতীয় ভারত জোড়ো যাত্রায় থাকলে সেখানে আকর্ষণ হবেন ভাই-বোনের জুটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct