সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: দীর্ঘদিন ধরে বেহাল গুরুত্বপূর্ণ রাস্তা। প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে দিনের ব্যস্ততম সময়ে রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।জলপাইগুড়ির ধূপগুড়ির উপরে দিয়েই গিয়েছে ধূপগুড়ি-কোচবিহারগামী রাজ্যসড়ক। এরমধ্যে ধূপগুড়ি কলেজপাড়া থেকে মধ্য বোরাগাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পুনরায় রাস্তা তৈরি হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এরই প্রতিবাদে রবিবার গ্রামের মানুষ এদিন পথ অবরোধের কর্মসূচি নেন। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় গুরুত্বপূর্ণ রাজ্যসড়কের যান চলাচল। দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয় যানজট। দুর্ভোগে পড়েন বহু মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার ধূপগুড়ির বিডিও অফিসে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রতিবারই প্রতিশ্রুতি মিলেছে। কিন্তু, কাজের কাজ কিছু হয়নি। এদিনের অবরোধে সাধারণ মানুষের পাশাপাশি শামিল হতে দেখা যায় কলেজ পড়ুয়াদেরও। এদিনের অবরোধ কর্মসূচির খবর পেয়ে এলাকায় পৌঁছয় ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা হয়। তবে এরপরও অবরোধ তুলতে নারাজ ছিলেন আন্দোলনকারীরা। তারপর আশ্বাস পেলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
আন্দোলনকারীরা জানান, গ্রামের হাজার হাজার মানুষকে চিকিৎসার জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে আসতে হয়। এ ছাড়াও, নানা কাজে তাঁদের প্রায় প্রতিদিনই পৌঁছতে হয় ব্লক ও জেলা সদরে। এমনকি ওই রাস্তাতেই রয়েছে একটি মহিলা কলেজ। কিন্তু, গ্রামে যোগাযোগের ৪ কিলোমিটার রাস্তা এতটাই খারাপ যে প্রায়ই দুর্ঘটনা ঘটে। যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। অ্যাম্বুল্যান্স সহ অন্যান্য প্রয়োজনীয় গাড়ি ওই গ্রামগুলিতে যেতে চায় না। ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয়। আবার টোটোর মতো ছোট গাড়িতে বাধ্য হয়ে যাতায়াত করতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় হাত-পা ভেঙে সমস্যায় পড়েছেন। বারবার প্রতিশ্রুতিতেও সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনে আগামী পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct