জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: কোন নিষেধাজ্ঞা নেই ,অন্য কোথাও চলছে না এমনও নয়। শুধুমাত্র পুরুলিয়ার ঝালদা শহরে অচল ১ টাকা বা ২ টাকার কয়েন। দোকানদাররা খুচরো নিচ্ছেন না আর দিচ্ছেন না কয়েন। দোকানদাররা , কেউ খুচরো ফেরৎ পেলে তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন চকলেট বা ছোট শ্যাম্পুর প্যাকেট। সব মিলিয়ে খুচরোর সমস্যায় জেরবার পুরুলিয়ার ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝালদাবাসী। গোটা বিষয় নিয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিৎ বলে মনে করছেন সকলেই। সম্প্রতি কিছুদিন ধরেই এই দুই প্রকারের কয়েন কার্যত অচল হয়ে পড়েছে গোটা ঝালদা শহর জুড়ে। জানা যায় এই শহরের ছোট ,বড় ব্যবসায়ীরা কয়েন না নিতে চাওয়ায় মাঝে মধ্যেই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন ক্রতাদের সঙ্গে। সব মিলিয়ে শহরের কেউই কয়েন নিতে না চাওয়াই অনেক গ্রাহকও কয়েন নিতে চাইছেন না বলে অভিযোগ। ঝালদা শহরের এক বাসিন্দা বলরাম মাহাতো বলেন , শহরের ছোট বড় দোকানে কোনো কিছু নেওয়ার পর এক টাকা বা দুই টাকা ফেরৎ পাওয়ার থাকলে দোকানদাররা তার পরিবর্তে চকলেট বা শ্যাম্পু ধরিয়ে দিচ্ছেন। যদিও শহরের এক দোকানদার নাম প্রকাশে অনিচ্ছুক বলেন , আমাদের কাছ থেকেও কোন গ্রাহক খুচরা নিতে না চাওয়াই আমরাও খুচরো পায়সা নিতে পারছি না তবুও অনেক সময় আমি খুচরো পয়সা নিয়ে থাকি। এবিষয়ে ঝালদা পৌরসভার পৌর প্রধান শিলা চ্যাটার্জী বলেন, গোটা বিষয়টাই জানি।দোকানদারদের ব্যক্তিগত ব্যাপার। খুব শীঘ্রই পৌরসভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে বিষয়টি নিয়ে ঝালদা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মদনমোহন মুর্মু কে ফোন করা হলে তিনি জানান ,বিষয়টা আমার জানা নেই। এই ব্লকে জয়েন করা আমার বেশিদিন হয়নি। খোঁজখবর নিয়ে অতিদ্রুত প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct