আপনজন ডেস্ক: ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত তিন মাওবাদী নিহত হয়েছেন। পুলিশ মহাপরিদর্শক (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি পিটিআইকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে কাটেকল্যাণ থানার অন্তর্গত ডাব্বাকুন্না গ্রামের কাছে একটি পাহাড়ে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযানে বের হওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। রাজ্য পুলিশের দুটি ইউনিটই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বস্তার ফাইটার্সের সদস্যরা তুমাকপাল পুলিশ ক্যাম্প থেকে দান্তেওয়াড়া-সুকমা আন্তঃজেলা সীমান্তবরাবর ডাব্বাকুন্নার দিকে অভিযান শুরু করেছিল। তুমাকপাল ও ডাব্বাকুন্নার মধ্যবর্তী জঙ্গলে গোলাগুলির ঘটনা ঘটে। আইজি জানান, গোলাগুলি বন্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে ‘ইউনিফর্ম’ পরা তিন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রও উদ্ধার হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct