আপনজন ডেস্ক: দক্ষিণ তামিলনাড়ুর চারটি জেলা তিরুনেলভেলি, থুথুকুডি, কন্যাকুমারী এবং রামনাথপুরমে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যার রূপ নেওয়ায় অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু পরিবার বাস্তুচ্যুত হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদের উদ্ধার সহ ত্রাণের কাজে মোতায়েন করা হয়েছে।
তামিলনাড়ুতে এই কয়েকদিনের সাম্প্রতিক বৃষ্টিপাতের সময় কে কেনা ধর্মে তা ভুলে একে অপরের সহায়তা এগিয়ে আসছেন মানুষ। সে ক্ষেত্রে ধর্ম কোনও বাধা হয়ে দাঁড়াচ্ছে না। তারই নিদর্শন মিলল তিরুনেলভেলি এবং থুথুকুড়ি জেলায় যেখোনে প্রায় ৫০টি মসজিদকে ত্রাণ শিবিরে রূপান্তরিত করা হয়েছে, আর তাতে আশ্রয় করে দেওয়া হয়েছে বন্যা কবলিত হিন্দু পরিবারকে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল নিদর্শন স্বরূপ যখন প্রবল বর্ষণে অনেক মানুষের বাড়িঘর প্লাবিত হয়, তখন মুসলিম সম্প্রদায়ের সদস্যরা তাদের মসজিদের দরজা খুলে দেয় হিন্দুদের জন্য। শুধু তিরুনেলভেলি শহরের কাছে পাটাপাথুর মসজিদে প্রায় ১০০০ মানুষ আশ্রয় নিয়েছিল, যাদের অনেকাংশই হিন্দু সম্প্রদায়ের। এসডিপিআই-এর মোহাম্মদ গনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সব মসজিদ বিবেচনায় নিলে এ সংখ্যা আরও বেশি হতে পারে। ১৫০টি মসজিদের মধ্যে প্রায় ৩০টি শুধু থুথুকুডি জেলায় ত্রাণ কেন্দ্রে রূপান্তরিত হয়েছে।চার দিন ধরে মসজিদে কোনো নামাজ অনুষ্ঠিত হয়নি, কারণ প্রার্থনা কক্ষটি বন্যাদুর্গতদের দখলে ছিল। অনেক মুসলিম স্বেচ্ছাসেবক তাদের জীবনের ঝুঁকি নিয়ে বন্যাকবলিত এলাকায় গিয়ে আটকে পড়া ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে মসজিদে নিয়ে আসেন। বন্যাদুর্গতদের দিনে তিনবার গরম খাবার পরিবেশন করা হয় এবং শিশুদের গরম দুধের রুটি ও বিস্কুট পরিবেশন করা হয়। অবিরাম বৃষ্টির কারণে অসুবিধা সত্ত্বেও স্বেচ্ছাসেবকরা মসজিদ প্রাঙ্গণে খাবার প্রস্তুত করেছিলেন এবং এটি গরম পরিবেশন করেছিলেন। মুসলিম স্বেচ্ছাসেবকরা অসুস্থদের ওষুধ সরবরাহ ও বিনামূল্যে কাপড় ও কম্বল বিতরণ করেন। স্বেচ্ছাসেবক নিজাম মামা বলেন, ‘আমরা এনজিও কলোনির মসজিদে থাকা লোকদের বিরিয়ানি পরিবেশন করেছি। মুসলিম স্বেচ্ছাসেবকরা আশেপাশের হোস্টেল ও কোচিং সেন্টারগুলিতে আটকে পড়া অনেক শিক্ষার্থীকে বিনামূল্যে খাবারের প্যাকেট সরবরাহ করেছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবক তাকে এমন সুযোগ দেওয়ার জন্য ‘আল্লাহকে’ ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যদিও এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয় না, একজন মুসলিম হিসেবে আমি ধর্ম নির্বিশেষে মানবতার সেবা করতে পেরে গর্ববোধ করি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct