আপনজন ডেস্ক: ভারতে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্ত। গত ২৪ ঘন্টায়, ৬৫৬ জনের দেহে কোভিড-এ সংক্রামিত পাওয়া গেছে, যা মোট বেড়ে ৩৭৪২ হয়েছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, কেরালা থেকে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। কেরালায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জন কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন এবং এই রোগে একজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশব্যাপী ৩৩৪ জন সক্রিয় করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে ১২৮ জন কেরালার, যার ফলে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩,০০০ এ পৌঁছেছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, কেরালায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct