আপনজন ডেস্ক: অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস যোদ্ধাদের হাতে। বিষয়টি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ের সময় আরও এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁর নাম লিওর সিভান (৩২)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হারেল ব্রিগেডের ৩৬৩ ব্যাটালিয়নের ক্যাপটেন। এ ছাড়া গিভাতি ব্রিগেডের রোতেম ব্যাটালিয়নের এক পদাতিক সৈন্য গুরুতর আহত হয়েছে। ক্যাপটেন লিওর সিভানসহ গাজায় স্থল অভিযান শুরুর পর মোট ১৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও অধিকৃত পশ্চিম তীরে গত ৭৩ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ। এই সময়ে দুই অঞ্চল মিলে আহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনসংযোগ বিভাগের দেওয়া তথ্যানুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় অন্তত ১৯ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct