সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পানীয়জল ও রাস্তা সহ একাধিক দাবীতে পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ আদিবাসীদের।এই ঘটনায় সম্পূর্ণ দায়ী পঞ্চায়েত প্রধান,দাবি তৃণমূলের জেলা কমিটির সদস্যর। শুক্রবার মানকানালী গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে ব্যাপক বিক্ষোভ দেখন ধনশিমুল গ্রামের আদিবাসী মানুষ জন।পানীয় জলের টিউবওয়েল, রাস্তা সহ একাধিক সমস্যার কথা বারে বারে পঞ্চায়েত থেকে দুয়ারে সরকার ক্যাম্পে জানিও লাভ হয়নি কিছুই। আবশেষে গ্রামে পানীয়জলের টিউবওয়েল বসলেও নিদিষ্ট জায়গা থেকে অনেক দূরে। এর পরেই ক্ষোভ বারে এলাকার মানুষের।সকাল থেকে পঞ্চায়েতর গেটে তালা ঝুলিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় আদিবাসী মানুষ জন। তবে এই ঘটনাতে সম্পূর্ণ ভাবে পঞ্চায়েত প্রধান কে দায়ী করেছেন স্হানীয় জেলা নেতৃত্ব।প্রধান নিজেদের দলের লোকজন দের দিয়ে ঠিকাদারি কাজ করাচ্ছেন।আর ঠিকাদার দলের প্রভাব খাটিয়ে,কেনও আলোচনা ছাড়ায় নিজের মতকরে কাজ করার ফলে এই ঘটনা।নিজের উপরে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct