মোমিন আলি লস্কর, বারুইপুর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার জেলার বারুইপুর মহাকুমার অন্তর্গত বারুইপুর থানার বারুইপুর পশ্চিম বিধান সভার অন্তর্গত বারুইপুরে রেলময়দানে ডি ওয়াই এফ আই এর ডাকে সব হাতে কাজের দাবিতে শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে ইনসাফ চাইতে আজ মিনাক্ষী মুখ্যার্জী উপস্থিতে বারুইপুর রেলওয়ে ময়দানে পথসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৫০ দিন ধরে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দেশজুড়ে বঞ্চনার বিরুদ্ধে ইনসাফ চাইতে সূদুর কোচবিহার জেলায় থেকে ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদিকা বাংলার বাঘীনি মিনাক্ষী মুখ্যার্জী সহ একাধিক জেলা এবং রাজ্য স্তরে বিভিন্ন নেতা নেতৃত্বেরা। মিনাক্ষী মুখ্যার্জী কে সাংবাদিকরা প্রশ্ন করেন আপনাদের এই অভিযান কিসের জন্য তিনি উত্তরে বলেন আমাদের ন্যায্য অধিকার, তার দাবি জানাতে আজ ৫০ দিন যাবত সূদুর কোচবিহার জেলা থেকে আজ বারুইপুর রেলওয়ে ময়দানে থেকে যাদব পুর পর্যন্ত পথসভা । গতকাল আমতলা থেকে বারুইপুর পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয়।৭ ই জানুয়ারি বিগ্ৰেড অভিযান।আজ বারুইপুর রেলওয়ে ময়দানে মিনাক্ষী মুখ্যার্জী পথসভায় প্রায় ২০ থেকে ৩০ হাজার নেতা নেতৃত্বরা এই পথসভায় অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কোচবিহার থেকে শুরু হওয়া ইনসাফ যাত্রার শেষ দিনে অর্থাৎ ৫০ তম দিনে বারুইপুর থেকে মিছিল শুরু করলেন ডি ওয়াই এফ আই এর রাজ্যের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী, সুজন চক্রবর্তীরা।শুক্রবার বারুইপুর স্টেশন সংলগ্ন মাঠ থেকে শুরু হয় এই মিছিল।বারুইপুর শহর,পদ্মপুকুর হয়ে রওনা দেয় যাদবপুরে উদ্দেশ্যে।দলের কর্মী সমর্থকরাও পায়ে পা মেলান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct